শর্টের ব্যাটে অস্ট্রেলিয়ার জয়

ব্যাটিংয়ে লড়াই করেছেন শাইমান আনোয়ার, ছোট পুঁজি নিয়ে সাধ্যমতো চেষ্টা করেছে বোলাররা। তবে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। ডার্চি শর্টের অপরাজিত ফিফটিতে সহজেই জিতেছে অ্যারন ফিঞ্চের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 03:06 PM
Updated : 22 Oct 2018, 03:06 PM

একমাত্র টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয় ৭ উইকেটে। ১১৮ রানের লক্ষ্য তারা ছাড়িয়ে যায় ২৩ বল বাকি থাকতে।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সংযুক্ত আরব আমিরাতের। ১৩ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

বাজে শুরুর পর সতর্ক ব্যাটিংয়ে দলকে টানেন রমিজ শাহজাদ ও শাইমান। দুই জনে চতুর্থ উইকেটে গড়েন ৫৩ রানের জুটি। এক ছক্কায় ২২ রান করে ফিরে যান শাহজাদ। আনোয়ার ৪৪ বলে করেন ৪১ রান।

শেষের দিকে ১৩ বলে দুটি করে ছক্কা-চারে অপরাজিত ২৭ রানের ইনিংসে দলকে ১১৭ পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ নাভিদ।

অস্ট্রেলিয়ার ন্যাথান কোল্টার-নাইল ও বিলি স্ট্যানলেক নেন দুটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারে ফিরেন অধিনায়ক ফিঞ্চ। চার বাউন্ডারিতে ২০ রান করে তাকে অনুসরণ করেন ক্রিস লিন। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে পথ দেখান শর্ট।

গ্লেন ম্যাক্সওয়েল ও অভিষিক্ত বেন ম্যাকডারমটের সঙ্গে দুটি ছোট জুটিতে দলকে এনে দেন স্বস্তির জয়। ৫৩ বলে ৮ চারে অপরাজিত ৬৮ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শর্ট। সাবেক পেসার ক্রেইগ ম্যাকডারমটের ছেলে বেন নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসে অপরাজিত থাকেন ১০ রানে। 

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১১৭/৬ (আশফাক ০, চিরাগ ১৩, মুস্তফা ০, শাহজাদ ২২, শাইমান ৪১, সাব্বির ৮, নাভিদ ২৭*; কোল্টার-নাইল ২/২০, স্ট্যানলেক ২/২০, টাই ১/৩৯, জ্যাম্পা ০/২২, অ্যাগার ০/১০, শর্ট ০/৫)

অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ১১৯/৩ (শর্ট ৬৮*, ফিঞ্চ ১, লিন ২০, ম্যাক্সওয়েল ১৮, ম্যাকডারমট ১০*; নাভিদ ০/২০, হায়াত ২/২৬, মুস্তফা ০/২৩, জহুর ০/২০, রাজা ০/১৪, ইমরান ১/১৬)

ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ডার্চি শর্ট