শানাজ-জাকির-শাহানুরের ফিফটির পরও চাপে সিলেট

টপ অর্ডারের দুই ব্যাটসম্যান শানাজ আহমেদ ও জাকির হাসান পেলেন ফিফটি। মিডল অর্ডারে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন শাহানুর রহমান। তবুও স্বস্তিতে নেই সিলেট। সব বোলারের মিলিত চেষ্টায় তাদের তিনশ রানের নিচে থামানোর আশা জাগিয়েছে ঢাকা মেট্রো। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 02:35 PM
Updated : 22 Oct 2018, 02:35 PM

এনসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ২৯২/৯। খালেদ আহমেদ ৫ ও এবাদত হোসেন ৪ রানে ব্যাট করছেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটকে ভালো শুরু এনে দেন ইমতিয়াজ হোসেন ও শানাজ। তাদের ব্যাটে কোনো উইকেট ছাড়াই প্রথম সেশন কাটিয়ে দেয় দলটি।

লাঞ্চের পরপরই ভাঙে শুরুর জুটি। মন্থর ব্যাটিংয়ে ৩১ রান করা অধিনায়ক ইমতিয়াজকে বোল্ড করে দেন বাঁহাতি পেসার কাজী অনিক। ৮৯ রানের উদ্বোধনী জুটিই প্রথম দিন সিলেটের সেরা জুটি। আর কোনো জুটি যেতে পারেনি পঞ্চাশ পর্যন্ত। 
ত্রিশ-চল্লিশের ঘরে গিয়ে ভেঙেছে সম্ভাবনাময় জুটি। ব্যাটসম্যানরা ফিরেছেন থিতু হয়ে। ১২ চারে ৬০ রান করে মোহাম্মদ আশরাফুলের বলে বোল্ড হয়ে যান ওপেনার শানাজ। ৯ চারে ৫০ রান করে সৈকত আলীর বলে ক্যাচ দিয়ে ফিরেন তিনে নামা জাকির। 
দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রাজিন সালেহ ও অলক কাপালী টানতে পারেননি দলকে। এক প্রান্ত আগলে রেখে দলকে তিনশ রানের কাছে নিয়ে যান শাহানুর। দিনের শেষ ওভারের প্রথম বলে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অনিক। ১০৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন শাহানুর।
দুটি করে উইকেট নেন মেট্রোর অনিক, আশরাফুল ও আরাফাত সানি। 
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৯ (ইমতিয়াজ ৩১, শানাজ ৬০, জাকির ৫০, রাজিন ১০, কাপালী ২০, শাহানুর ৫৪, জাকের ১৫, এনামুল ৫, আবু জায়েদ ২৬, খালেদ ৫*, এবাদত ৪*; শহিদুল ১/৫০, অনিক ২/৫৩, সৈকত ১/২৫, সানি ২/৬০, আসিফ ১/৪৩, আশরাফুল ২/৫৬)