‘আহত’ জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক রোডস

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়ে বাংলাদেশে খেলতে এসেছে জিম্বাবুয়ে। স্টিভ রোডসের শঙ্কা ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি দিতে পারে মরণ কামড়। তবে নিজেদের সামর্থ্যে আস্থা রেখে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 04:45 PM
Updated : 18 Oct 2018, 04:45 PM

সেই মার্চে ২০১৯ বিশ্বকাপের বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারানোর পর থেকে জয়ের মুখ দেখেনি জিম্বাবুয়ে। অন্য দিকে, বাংলাদেশে স্বাগতিকদের কাছে হেরেছে সবশেষ ১৩ ওয়ানডেতে।

অতীতের রেকর্ড কিংবা বর্তমানের বাজে ফল কোনোটাকেই গুরুত্ব দিচ্ছেন না রোডস। প্রতিপক্ষকে সমীহ করে জয়ের ছক কষছেন এই কোচ।

“দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত হয়ে এখানে এসেছে জিম্বাবুয়ে। এমন পরিস্থিতি কোনো দলই পছন্দ করবে না। আমি আহত একটি দলকে মাঠ আশা করছি। আমরা জানি, দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতায় পর এখানে ঘুরে দাঁড়াতে ওরা মরিয়া থাকবে।”

প্রতিপক্ষের চেয়ে নিজের দলকে নিয়ে বেশি ভাবছেন রোডস।

“ওদের ব্যাপারে আমরা সতর্ক। একই সঙ্গে নিজেদের সেরা ক্রিকেট খেলার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। মাঠে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে আমরা প্রক্রিয়া ঠিক রাখতে চাই।”

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার হবে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে।