আবারও সুযোগ হাতছাড়া মুমিনুলের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2018 06:16 PM BdST Updated: 18 Oct 2018 06:16 PM BdST
বড় ইনিংস খেলার আরও একটি সুযোগ হাতছাড়া করলেন মুমিনুল হক। থিতু হয়েও বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান টেনে নিতে পারলেন না নিজের ইনিংস।
বগুড়ায় ড্র হয়েছে মেট্রো ও চট্টগ্রামের মধ্যে দ্বিতীয় স্তরের ম্যাচ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অফ স্পিনার নাঈম হাসান।
শহীদ চান্দু স্টেডিয়ামে ৬ উইকেটে ১৯১ রান নিয়ে দিন শুরু করে মেট্রো। প্রথম ইনিংসে ফিফটি পাওয়া শামসুর রহমান ফিরেন আরেকটি ফিফটি ছুঁয়ে। ৯৭ বলে ৫২ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট নেন অফ স্পিনার নাঈম।
শরিফউল্লাহ ও তাসকিন আহমেদ টানেন মেট্রোকে। ৭ উইকেটে ২৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক আরাফাত সানি।
প্রথম ইনিংসে ৭৪ রানে ৩ উইকেট নেওয়া নাঈম ৬ উইকেট নেন ১১৯ রানে।
৩০৬ রানের কঠিন লক্ষ্য পাওয়া চট্টগ্রামের শুরুটা ছিল মন্থর। সাদিকুর রহমানকে বোল্ড করে ১৮.৫ ওভার স্থায়ী ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সানি।
মুমিনুল ক্রিজে আসার পর বাড়ে রানের গতি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি চট্টগ্রাম অধিনায়ক। প্রথম ইনিংসে ৩৪ রান করা বাঁহাতি ব্যাটসম্যান এবার ৩২ রান করে ফিরেন শরিফউল্লাহর অফ স্পিনে।
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করার পর সব ধরনের ক্রিকেটে ১০ ইনিংসে মুমিনুল পঞ্চাশ ছুঁতে পেরেছেন কেবল একবার।
বেশিক্ষণ টিকেননি ইয়াসির আলী চৌধুরী। পিনাক ঘোষ ও মাহিদুল ইসলাম হতে দেননি আর কোনো ক্ষতি। চট্টগ্রামে ৩ উইকেটে ১৫৪ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৮৭
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৩৬
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৯১/৬) ৯০ ওভারে ২৫৪/৭ ডি. (শামসুর ৫২, শরিফউল্লাহ ৩১, তাসকিন ১৩; ইয়াসিন ০/৮, নাঈম ৬/১১৯, রানা ০/৩৫, শাখাওয়াত ১/৯১)
চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৩০৬) ৫৪ ওভারে ১৫৯/৩ (সাদিকুর ২৭, পিনাক ৫৯*, মুমিনুল ৩২, ইয়াসির ২৩, মাহিদুল ১৪*; তাসকিন ০/১৪, আশরাফুল ০/১৭, সানি ২/৭৭, শরিফউল্লাহ ১/১৭, শহিদুল ০/১৩, সাদমান ০/৭, মেহরাব জুনিয়র ০/১০)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: নাঈম হাসান
-
৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ