মুক্তারের ব্যাটিং বীরত্বের পর শাহরিয়ারের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2018 05:40 PM BdST Updated: 18 Oct 2018 05:40 PM BdST
দারুণ এক ফিফটিতে রাজশাহীকে লিড এনে দিয়েছেন মুক্তার আলী। চমৎকার এক সেঞ্চুরিতে বরিশালকে পথ দেখিয়েছেন শাহরিয়ার নাফীস।
অনুমিত ড্র হয়েছে প্রথম স্তরের ম্যাচ। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে বৃষ্টির দাপটে খেলা হয়নি প্রথম দুই দিন। তৃতীয় দিন ১৯ উইকেট পড়লে জমে উঠে ম্যাচ। তবে চতুর্থ ও শেষ দিন অতটা দাপট দেখাতে পারেননি বোলাররা।
৯ উইকেটে ১২৫ রান নিয়ে বৃহস্পতিবারের খেলা শুরু করে রাজশাহী। দ্রুতই বরিশালের ১৩৩ রান ছাড়িয়ে লিড নিয়ে নেয় দলটি। ৩৫ রান নিয়ে দিন শুরু করা মুক্তার বাউন্ডারিতে দ্রুত এগোতে থাকেন। তার ব্যাটে দেড়শ ছাড়ায় রাজশাহীর সংগ্রহ।
২৯ বলে ৭ রান করা গাফ্ফারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৭০ রানের জুটি ভাঙেন তানভীর ইসলাম। ১৫৫ রানে থামে রাজশাহী। ৭০ বলে ৭ চার ও দুই ছক্কায় অপরাজিত ৫৯ রানের ইনিংস ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় মুক্তারকে।
২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল দ্রুত হারায় রাফসান আল মাহমুদকে। দ্বিতীয় উইকেটে শামসুল ইসলামের সঙ্গে ১৪২ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাড় করান শাহরিয়ার। প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্দশ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে বরিশালের প্রতিরোধ ভাঙেন ফরহাদ হোসেন।
১৬১ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০২ রান করে ফিরেন শাহরিয়ার। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি শামসুল। ৬২ রানে করে তিনি বোল্ড হয়ে যান তাইজুল ইসলামের বাঁহাতি স্পিনে।
শেষের দিকে দ্রুত উইকেট হারাতে থাকে বরিশাল। তবে ততক্ষণে তাদের রান চলে গেছে
নাগালের বাইরে। তারা ৭ উইকেটে ২২৯ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল ১ম ইনিংস: ১৩৩
রাজশাহী ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ১২৫/৯) ৪৩.৪ ওভারে ১৫৫ (মুক্তার ৫৯*, গাফ্ফার ৭; রাব্বি ২/৪৫, সোহাগ ৩/৪১, তানভীর ৩/৪২, মনির ২/১৫, মোসাদ্দেক ০/১)
বরিশাল ২য় ইনিংস: ৭৫ ওভারে ২২৯/৭ (শাহরিয়ার ১০২, রাফসান ৯, শামসুল ৬২, আল আমিন জুনিয়র ১২, মোসাদ্দেক ১০, সোহাগ ১১, নুরুজ্জামান ৩, রাব্বি ৯, সালমান ০; রেজা ০/৩২, মুক্তার ০/২১, গাফ্ফার ০/২৯, তাইজুল ৩/৫৫, সানজামুল ০/৫২, ফরহাদ ১/১৩, সাব্বির ৩/১৯)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: মুক্তার আলী
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড