কক্সবাজারে জাকির, রাজিনের ফিফটি

দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছেন জাকির হাসান ও রাজিন সালেহ। তাদের ব্যাটে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ছে সিলেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 03:06 PM
Updated : 17 Oct 2018, 03:06 PM

তৃতীয় দিনের খেলা শেষে মন্থর ব্যাটিংয়ে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ২২৯ রান। জাকির ৮৪ ও রাজিন ৬৪ রানে ব্যাট করছেন।  

কক্সবাজারে বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দুই দিনের খেলা। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি মাঠে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেন ও তৌফিক খানের ব্যাটে শুরুটা ভালো করে সিলেট।  

৮২ বলে ৩৫ রান করা তৌফিককে ফিরিয়ে ৭৬ রানের জুটি ভাঙেন তাইবুর রহমান। খানিক পর ৪১ রান করা ইমতিয়াজকে বিদায় করেন শুভাগত হোম চৌধুরী। 

বাকি সময়ে মেলেনি আর কোনো সাফল্য। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন জাকির ও রাজিন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে এরই মধ্যে গড়েছেন ১৪৭ রানের জুটি।

১৫৫ বলে খেলা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান জাকিরের ৮৪ রানের ইনিংস গড়া চারটি চার ও একটি ছক্কায়। অভিজ্ঞ রাজিন ৭ চার ও ২ ছক্কায় ১৬৬ বলে করেছেন ৬৪।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ৮৪ ওভারে ২২৯/২ (ইমতিয়াজ ৪১, তৌফিক ৩৫, জাকির ৮৪*, রাজিন ৬৪*; শাহাদাত ০/১৯, শাকিল ০/২৮, মোশাররফ ০/৬১, শুভাগত ১/৬৬, তাইবুর ১/৪৫, নাজমুল ০/৪, মজিদ ০/৩)