বরিশালে বোলারদের দাপট

বৃষ্টির দাপটে দুই দিন বল মাঠে গড়ায়নি। তৃতীয় দিন যখন খেলা শুরু হলো তখন দেখা মিলল উইকেট বৃষ্টির। এক দিনেই শেষ হয়ে যাচ্ছিল দুই দলের একটি করে ইনিংস। বোলারদের দাপটে পড়েছে ১৯ উইকেট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 02:29 PM
Updated : 17 Oct 2018, 02:29 PM

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। জবাবে ৯ উইকেটে ১২৫ রানে দিন শেষ করেছে রাজশাহী।

বরিশালের সাত ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে। দুই অঙ্ক ছোঁয়া ওপেনার শাহরিয়ার নাফিস ও মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনকে বিদায় করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 

সর্বোচ্চ ৩৮ রান করা নুরুজ্জামানকে বিদায় করেন ফরহাদ রেজা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩১ রান করা আল আমিন জুনিয়রকে থামান মুক্তার আলী।

৩০ রানে ৪ উইকেট নেন পেসার রেজা। দুটি করে উইকেট নেন মুক্তার ও তাইজুল। বরিশালের দুই ব্যাটসম্যান ফিরেন রান আউট হয়ে।

বোলিংয়ে ভালো করার স্বস্তি উবে যায় রাজশাহীর ইনিংসের শুরুতেই। ২৩ রানের মধ্যে সাজঘরে ফিরেন পাঁচ ব্যাটসম্যান। পাল্টা আক্রমণে ৬ চারে ৩১ রানের ইনিংসে খানিকটা প্রতিরোধ গড়েন সাব্বির রহমান। 

তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানে নবম ব্যাটসম্যান হিসেবে তাইজুল ফিরে গেলে পঞ্চাশ ছাড়ানো লিডের আশা জাগে বরিশালের। কিন্তু অবিচ্ছিন্ন দশম উইকেটে আব্দুল গাফ্ফারকে নিয়ে ৪০ রানের জুটিতে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন মুক্তার। ৫ চার ও ১ ছক্কায় তার অপরাজিত ৩৫ রানের ইনিংস বাঁচিয়ে রেখেছে রাজশাহীর লিডের আশা।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৩৩ (শাহরিয়ার ১৬, রাফসান ২, সালমান ৯, আল আমিন জুনিয়র ৩১, মোসাদ্দেক ১৪, সোহাগ ০, নুরুজ্জামান ৩৮, শামসুল ৭, মনির ২, রাব্বি ৮, তানভীর ০*; রেজা ৪/৩০, মুক্তার ২/৩১, তাইজুল ২/৪২, সানজামুল ০/২৫)

রাজশাহী ১ম ইনিংস: ৩৮ ওভারে ১২৫/৯ (মিজানুর ৬, জুনায়েদ ০, ফরহাদ ১০, জহুরুল ৫, সাব্বির ৩১, হামিদুল ০, রেজা ১১, সানজামুল ১৪, মুক্তার ৩৫*, তাইজুল ০, গাফ্ফার ৫*; রাব্বি ২/৪৫, সোহাগ ৩/১৯, তানভীর ২/৩৮, মনির ২/১৫, মোসাদ্দেক ০/১)