তাসামুলের সেঞ্চুরি ছাপিয়ে তাসকিনের ৫ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018 07:26 PM BdST Updated: 17 Oct 2018 10:05 PM BdST
লড়াইটা হয়ে উঠেছিল যেন দুই জনের। মাইলফলক ছুঁয়েছেন দুজনই। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ঢাকা মেট্রোকে লিড এনে দিয়ে আপাতত জয়ী তাসকিন আহমেদ। তবে লড়াকু এক সেঞ্চুরিতে তাদের লিড খুব একটা বড় হতে দেননি চট্টগ্রামের তাসামুল হক।
দুই জনের দ্যুতি ছড়ানোর দিনে উজ্জ্বল নাঈম হাসান। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে মেট্রোকে চাপে রেখেছেন চট্টগ্রামের এই তরুণ অফ স্পিনার।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম। আগের দিন প্রতিরোধ গড়া দুই ব্যাটসম্যান তাসামুল ও মেহেদী হাসান রানা সতর্ক ব্যাটিংয়ে এগিয়ে নিতে থাকেন দলকে। তাদের ৮৫ রানের জুটি ভাঙেন শহিদুল ইসলাম। ২৬ রান করে ফিরে যান রানা।
শাখাওয়াতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। সবচেয়ে বড় বাধা তাসামুলকে ফিরিয়ে প্রথমবারের মতো নেন পাঁচ উইকেট। ত্রয়োদশ সেঞ্চুরি পাওয়া তাসামুলের ১৮৫ বলে খেলা ১১৬ রানের ইনিংসটি গড়া ১৩ চার ও দুই ছক্কায়।
২৩৬ রানে চট্টগ্রামকে গুটিয়ে প্রথম ইনিংসে ৫১ রানের লিড নেয় মেট্রো। ৬৭ রানে ৫ উইকেট নেন তাসকিন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সেরা বোলিং ছিল ৪/৬৬।

অভিষিক্ত মোহাম্মদ নাঈম ছাড়া মেট্রোর প্রথম ছয় ব্যাটসম্যানের বাকি সবাই যান দুই অঙ্কে। কিন্তু কেউই নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি।
৮ চার ও ১ ছক্কায় ৮৮ বলে ৬২ রান করা সাদমান ইসলামকে ফেরান শাখাওয়াত হোসেন। বাকি ৫ উইকেটই নেন নাঈম।
থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র ও সৈকত আলী। প্রথম ইনিংসে দলকে পথ দেখানো জাবিদ হোসেনকে এবার শূন্য রানে ফেরান নাঈম। ৯৯ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৮৭
চট্টগ্রাম ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৮৭/৬) ৯২ ওভারে ২৩৬ (সাদিকুর ২, পিনাক ১২, মুমিনুল ৩৪, ইয়াসির ২৯, তাসামুল ১১৬, মাহিদুল ০, নাঈম ৮, রানা ২৬, শাখাওয়াত ০, মাহমুদ ২, ইয়াসিন ০*; তাসকিন ৫/৬৭, শহিদুল ২/৫৬, আশরাফুল ১/৩০, সানি ২/৫৩, শরিফউল্লাহ ০/২৩)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৭০ ওভারে ১৯১/৬ (সাদমান ৬২, নাঈম ৬, আশরাফুল ২৩, মেহরাব জুনিয়র ২৬, সৈকত ৪০, শামসুর ৩১*, জাবিদ ০, শরিফউল্লাহ ২*; ইয়াসিন ০/৮, নাঈম ৫/৯৯, রানা ০/১৬, শাখাওয়াত ১/৬৭)
-
বাংলাদেশে ম্যাথিউস প্রথম, ৯৯ ও ১৯৯ রানেও তিনি একমাত্র
-
তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা
-
শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
-
ম্যাথিউস ১৯৯, শ্রীলঙ্কা ৩৯৭
-
ছেলের মুখ দেখে আইপিএলে ফিরলেন হেটমায়ার
-
ভারতের টি-টোয়েন্টি লিগে সালমা ও শারমিন
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শিরোপা লড়াই শেষ রাউন্ডে নিল ইন্টার