৫ উইকেটের পর সৌম্যর ফিফটি

সৌম্য সরকারের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছিল খুলনা। শেষ পর্যন্ত পারেনি তারা। তানবীর হায়দারের ব্যাটে লিড পেয়ে যায় রংপুর। ৫ উইকেট নিয়ে তাদের লিডটা ছোট রাখার পাশাপাশি ব্যাট হাতেও সফল সৌম্য। দায়িত্বশীল ব্যাটিংয়ে করেছেন ফিফটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 12:59 PM
Updated : 17 Oct 2018, 12:59 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেটে ২০০ রান নিয়ে দিন শুরু করে রংপুর। আগের দিন প্রতিরোধ গড়া সোহরাওয়ার্দী শুভকে শুরুতেই ফিরিয়ে দেন আল আমিন হোসেন। 

ধীমান ঘোষ ও রবিউল হককে টিকতে দেননি সৌম্য। ২৩৮ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। সেখান থেকে সাজেদুল ইসলামের সঙ্গে ৭১ রানের জুটিতে দলকে লিড এনে দেন তানবীর। 

২৯ রান করা সাজেদুলকে ফেরানোর পর বাকি দুটি উইকেটও তুলে নেন সৌম্য। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়ে রংপুরকে থামিয়ে দেন ৩১৫ রানে। ১১৭ বলে ৬ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর।

মিডিয়াম পেসে ৬১ রানে ৫ উইকেট নেন সৌম্য। পেসার আল আমিন ৪ উইকেট নেন ৬৭ রানে। 
প্রথম স্তরের ম্যাচে বুধবার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ ৫ উইকেটে ১৮১ রান। তুষার ইমরান ৯৬ বলে ৫ চারে অপরাজিত ৬৩ রানে।
৪৮ রানে দুই ওপেনারকে হারানো খুলনা প্রতিরোধ গড়ে সৌম্য ও তুষারের ব্যাটে। তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ১০৬ রানে জুটি। ১১৪ বলে ৭ চারে ৭১ রান করা সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহমুদুল হাসান।
শেষ বেলায় আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানকে হারিয়ে আবার চাপে পড়েছে খুলনা। ১৭০ রানে এগিয়ে থাকা দলটি ভালো অবস্থানে যেতে তাকিয়ে অভিজ্ঞ তুষারের দিকে।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা ১ম ইনিংস: ৩০৪

রংপুর ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ২০০/৪) ১১৪ ওভারে ৩১৫ (জাভেদ ৬৪, মারুফ ৩০, মাহমুদুল ১৫, শুভ ৪৮, নাঈম ৩০, তানবীর ৬৭*, ধীমান ৬, রবিউল ১২, সাজেদুল ২৯, সাদ্দাম ১, সঞ্জিত ০; আল আমিন ৪/৬৭, জিয়া ০/২৪, সৌম্য ৫/৬১, রাজ্জাক ০/৫০, মেহেদি ০/২৯, বিশ্বনাথ ১/৫১, আফিফ ০/২২)

খুলনা ২য় ইনিংস: ৪৮.৪ ওভারে ১৮১/৫ (রবি ২০, এনামুল ৭, সৌম্য ৭১, তুষার ৬৩*, আফিফ ৩, সোহান ৩; সাজেদুল ১/২২, রবিউল ১/২৯, সাদ্দাম ০/১১, সঞ্জিত ১/৫১, শুভ ০/৩৭, মাহমুদুল ২/১৮)