বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-ইংল্যান্ডের প্রথম ওয়ানডে

বৃষ্টি থামার পর লম্বা সময় ধরে চেষ্টা করেও খেলার উপযোগী করা গেল না মাঠ। ডাম্বুলায় জয় হল বৃষ্টির। পরিত্যক্ত হল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 03:30 PM
Updated : 10 Oct 2018, 03:30 PM

রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার ইংল্যান্ডের ইনিংসের ১৫ ওভার শেষে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। সাড়ে চার ঘণ্টার বেশি সময় অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার আলিম দার ও রুচিরা পালিয়াগুরুগে।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন জনি বেয়ারস্টো ও জেসন রয়। ২৪ বলে ২৫ রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন নুয়ান প্রদিপ।

পরের ওভারে রয়কে বিদায় করেন আকিলা দনাঞ্জয়া। ৫১ রানে ২ উইকেট হরানো ইংল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন জো রুট ও ওয়েন মর্গ্যান। তাদের থামায় বৃষ্টি।

১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৯২। রুট ২৫ ও অধিনায়ক মর্গ্যান ১৪ রানে ব্যাট করছিলেন।

আগামী শনিবার একই ভেন্যুতে হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৫ ওভারে ৯২/২ (রয় ২৪, বেয়ারস্টো ২৫, রুট ২৫*, মর্গ্যান ১৪*; মালিঙ্গা ০/৩৭, প্রদিপ ১/২৩, দনাঞ্জয়া ১/৩০)