সাদমানের ১১ রানের আক্ষেপ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2018 06:13 PM BdST Updated: 11 Oct 2018 03:37 PM BdST
ঢাকা মেট্রোকে প্রথম ইনিংসে বড় লিড এনে দেওয়া সাদমান ইসলাম ফিরেছেন আক্ষেপ নিয়ে। ১১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাননি তিনি। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারকে দ্রুত হারিয়েছে ঢাকা বিভাগ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার তৃতীয় দিনের প্রায় অর্ধেক সময়ের খেলা ভেসে যায় বৃষ্টিতে। ৪ উইকেটে ৩১২ রান নিয়ে দিন শুরু করে মেট্রো। এদিন বেশিক্ষণ টিকেননি আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান সাদমান ও মেহরাব হোসেন জুনিয়র।
দিনের তৃতীয় ওভারে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ফিরিয়ে দেন সাদমানকে। আগের দিনের ১৮৬ রানের সঙ্গে তিন রান যোগ করে শুভাগত হোম চৌধুরীর হাতে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার। ৩২৬ বলে খেলা তার ১৮৯ রানের ইনিংস গড়া ২১ চার ও ১ ছক্কায়।
বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মেহরাব জুনিয়রকে দ্রুত ফেরান সালাউদ্দিন শাকিল। টেলএন্ডারদের নিয়ে দলকে চারশ রানের কাছে নিয়ে নিয়ে যান জাবিদ হোসেন। এই কিপার ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৩২ রানে।
৬৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৮৭ রানে থামে মেট্রো।
৮০ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার সালাউদ্দিন। দুটি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার নাজমুল ও পেসার শাহাদাত হোসেন।
তৃতীয় দিনের খেলা শেষে ঢাকা বিভাগের সংগ্রহ ২ উইকেটে ৫০। দ্বিতীয় ইনিংসে দলটি এখনও পিছিয়ে ১৩১ রানে।
১৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করা ঢাকা শুরুতেই হারায় রনি তালুকদারকে। বেশিক্ষণ টিকেননি আরেক ওপেনার আব্দুল মজিদ। সাইফ হাসান অপরাজিত ২৭ রানে।
বাঁহাতি পেসার আবু হায়দারের বলে কট বিহাইন্ড হয়ে ফিরেন রনি। মজিদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার আরাফাত সানি।
কক্সবাজারে সিলেট ও চট্টগ্রামের মধ্যে দ্বিতীয় স্তরের অন্য ম্যাচের তৃতীয় দিনের খেলাও ভেসে গেছে বৃষ্টিতে। প্রথম দিন ৯ উইকেটে ২৮২ রান করে চট্টগ্রাম। বৃষ্টির দাপটে খেলা সম্ভব হয়নি দ্বিতীয় দিনে।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ২০৬
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৩১২/৪) ১৩৯.৩ ওভারে ৩৮৭ (সাদমান ১৮৯, সৈকত ২৩, শামসুর ১, মার্শাল ৪, আশরাফুল ৪৯, মেহরাব জুনিয়র ৪১, জাবিদ ৩২*, আবু হায়দার ১৫, সানি ১, শহিদুল ১৯, আসিফ ০; শাহাদাত ২/৬৪, সালাউদ্দিন ৪/৮০, নাজমুল ২/৮৪, শুভাগত ১/৬৪, মোশাররফ ১/৮৭, সাইফ ০/৩)
ঢাকা ২য় ইনিংস:১৪.৫ ওভারে ৫০/২ (মজিদ ১৮, রনি ৪, সাইফ ২৭*; আবু হায়দার ১/১৬, শহিদুল ০/২৫, সানি ১/৮)
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ