অভিষেকে বিলালের চমক, উজ্জ্বল আব্বাসও

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর থমকে যায় আন্তর্জাতিক ক্যারিয়ার। তিনটি ওয়ানডে খেলেছিলেন তখন, সবশেষটি প্রায় তিন বছর আগে। সেই বিলাল আসিফ অনেকটা হুট করেই ডাক পেলেন টেস্ট দলে। নতুন অধ্যায়ের সূচনা করলেন আরেকটি চমক জাগানিয়া পারফরম্যান্সে। মোহাম্মদ আব্বাসকে নিয়ে গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 02:35 PM
Updated : 9 Oct 2018, 02:35 PM

অথচ অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে অ্যারন ফিঞ্চ ও উসমান খাওয়াজা তোলেন ১৪২ রান। সেখান থেকে বিলালের অফ স্পিন আর আব্বাসের সুইং বোলিংয়ে দুবাই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০২ রানেই।

৩৬ রানে ৬ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী বিলাল, অভিষেকে যা পাকিস্তানের কোনো স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং কীর্তি। পেস-স্পিন মিলিয়ে তৃতীয় সেরা।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। তবে প্রথম ইনিংসে বড় লিডের সৌজন্যে দিন শেষে তারা শক্ত অবস্থানে। মঙ্গলবার তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৪৫ রান নিয়ে। পাকিস্তান এগিয়ে ৩২৫ রানে।

অস্ট্রেলিয়া দিন শুরু করেছিল বিনা উইকেটে ৩০ রান নিয়ে। খাওয়াজা ও ফিঞ্চ মিলে দারুণ ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। প্রথম সেশনেই দুজনে তোলেন ১০৭ রান।

১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর টেস্ট অভিষিক্ত ফিঞ্চ ফিফটি স্পর্শ করেন আগে। তার বিদায়েই ভাঙে জমে বসা উদ্বোধনী জুটি। নিজের সহজাত ব্যাটিংয়ের সঙ্গে আপোস করে ১৬১ বলে ফিঞ্চ করেন ৬২ রান। আব্বাসের বলে দারুণ ক্যাচ নেন শফিক।

অস্ট্রেলিয়া তখন দাঁড়িয়ে শক্ত ভিতের ওপর। কিন্তু বিলালের স্পিনে হুড়মুড় করে ভেঙে পড়ে ইনিংস। তিনে নামা শন মার্শকে ফেরানোর পর মিডল অর্ডারে দুই অভিষিক্ত ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফেরান বিলাল। মাঝে চারে নামা মিচেল মার্শকে ফেরান আব্বাস।

এক প্রান্ত আগলে রাখা খাওয়াজা শেষ পর্যন্ত ৮৫ রানে আউট হন বিলালের স্পিনেই। শেষ ৭ ব্যাটসম্যানের মধ্যে দু অঙ্ক ছুঁতে পারেন কেবল সিডল। ৬০ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় ১০ উইকেট।

চোট কাটিয়ে ফেরার ম্যাচে পাকিস্তানের মূল স্পিনার ইয়াসির শাহ উইকেটশূন্য ৮০ রান দিয়েও। কিন্তু ২১.৩ ওভারে ৩৬ রানে ৬ উইকেট বিলালের। ১৯ ওভারে ২৯ রান দিয়ে চারটি নেন আব্বাস।

২৮০ রানে এগিয়ে থেকেও ফলো অন না করে আবার ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইমাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলার পর হুট করেই একটু ধস। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হাফিজ বিদায় নেন ১৭ রানে। বোলিংয়ের নায়ক বিলাল তিনে প্রমোশন পেয়ে ফিরেছেন শূন্য রানে। নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজহার আলিও থেমেছেন শূন্যতে।

এরপরও দুর্ভাবনার প্রায় সবটুকু অস্ট্রেলিয়ারই। প্রথম ইনিংসের বিশাল ব্যবধান নিশ্চিত করেছে, লাগাম পাকিস্তানের হাতেই।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৮২

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৩.৩ ওভারে ২০২ (আগের দিন ৩০/০)(খাওয়াজা ৮৫, ফিঞ্চ ৬২, শন মার্শ ৭, মিচেল মার্শ ১২, হেড ০, লাবুশেন ০, পেইন ৭, স্টার্ক ০, সিডল ১০, লায়ন ৬, হল্যান্ড ০*; আব্বাস ৪/২৯, ওয়াহাব ০/৩৯, ইয়াসির ০/৮০, হাফিজ ০/২, বিলাল ৬/৩৬, আজহার ০/৩)।

পাকিস্তান ২য় ইনিংস: ১৬.২ ওভারে ৪৫/৩ (ইমাম ২৩*, হাফিজ ১৭, বিলাল ০, আজহার ৪; স্টার্ক ০/৯, লায়ন ১/২৩, সিডল ০/৩, হল্যান্ড ২/৯)।