মিজানুর-শান্তর সেঞ্চুরি, জুটির ট্রিপল সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2018 06:55 PM BdST Updated: 09 Oct 2018 06:55 PM BdST
আগের রাউন্ডেই ৩৫০ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েছিলেন আব্দুল মজিদ ও রনি তালুকদার। সেই রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত রেকর্ড হয়নি, তবে রাজশাহীর দুই ওপেনারের তিনশ ছাড়ানো জুটিতে পিষ্ট হয়েছে রংপুরের বোলিং।
জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহীতে রংপুরের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর রান ২ উইকেটে ৪১৯। আগের দিন রংপুর প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ১৫১ রানেই। রাজশাহী এগিয়ে গেছে ২৬৮ রানে।
টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ১৬৫ রানে আউট হয়েছেন মিজানুর। আগের রাউন্ডে ৪৬ রানে আউট হলেও এবার শুরুটা হেলায় হারাননি শান্ত। করেছেন ১৭৩ রান।
দুজনে গড়েছেন ৩১১ রানের উদ্বোধনী জুটি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
আগের দিন বিকেলেই দুজনের জুটিতে এসেছিল ৯৯ রান। মঙ্গলবার দ্বিতীয় দিনেও রংপুরের বোলাররা কোনো প্রভাব ফেলতে পারেননি ২২ গজে। মিজানুর ও শান্ত ছুটেছেন আপন গতিতে। এ দিন প্রায় দুই সেশন খেলে ফেলে এই জুটিই।
ওয়ানডের গতিতে খেলতে থাকা মিজানুর সেঞ্চুরি ছুঁয়েছেন আগে। ১১৯ বলে স্পর্শ করেছেন সেঞ্চুরি, প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ম্যাচে তার একাদশ সেঞ্চুরি।
বাঁহাতি শান্ত সেঞ্চুরি করেন ১৯৯ বল খেলে। ৩০ প্রথম শ্রেণির ম্যাচে তার ষষ্ঠ সেঞ্চুরি। মিজানুর ততক্ষণে পৌঁছে গেছেন দেড়শর কাছে।
শেষ পর্যন্ত আউটও হয়েছেন মিজানুর আগে। চা বিরতির ঠিক আগের বলে ফিরেছেন ২২ চারে ২১৬ বলে ১৬৫ রান করে। আরিফুল হকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লিটন দাসকে।
দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকির সঙ্গে শান্ত গড়েন ৫৫ রানের জুটি। ২৩ চারে ৩১৩ বলে ১৭৩ করে ফিরেছেন শান্ত।
এরপরও থামেনি রাজশাহীর রান উৎসব। দুই অভিজ্ঞ জুনায়েদ ও ফরহাদ হোসেন মিলে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তুলে ফেলেছেন ৫৫ রান।
রংপুরের হয়ে বল করেছেন ৯ জন বোলার, বল হাতে নিয়েছেন এমনকি কিপার ধীমান ঘোষও। কিন্তু কারও বলে ছিল না তেমন ধার।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ১৫১
রাজশাহী ১ম ইনিংস: ১১৬ ওভারে ৪১৯/২ (আগের দিন ৯৯/০) (শান্ত ১৭৩, মিজানুর ১৬৫, জুনায়েদ ৩৯*, ফরহাদ ২৬*; শুভাশিস ০/৫২, আরিফুল ১/৫৬, সাদ্দাম ০/৫৪, সোহরাওয়ার্দী ০/৮৬, মাহমুদুল ১/৬৭, সাজেদুল ০/৪৯, তানবীর ০/২৯, নাঈম ০/৩, ধীমান ০/৭)।, ,
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’