সানির স্পিনে বিধ্বস্ত ঢাকা

ঢাকা মেট্রোর স্পিনের সামনে দাঁড়াতে পারল না ঢাকা বিভাগ। আরাফাত সানির দারুণ বোলিংয়ে নাদিফ চৌধুরীর দলকে প্রথম দিনে গুঁড়িয়ে দিয়েছে মেট্রো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 01:25 PM
Updated : 8 Oct 2018, 02:21 PM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের শুরুর দিনে ২০৬ রানে গুটিয়ে যায় ঢাকা। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে নিয়ে প্রায় একাই তাদের থামিয়ে দেন বাঁহাতি স্পিনার সানি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। ৭৪ রানের মধ্যে দলটি হারায় প্রথম পাঁচ ব্যাটসম্যানকে।

ঢাকার প্রথম চার ব্যাটসম্যান আব্দুল মজিদ, রনি তালুকদার, সাইফ হাসান ও শাকিল হোসেনের উইকেট তুলে নেন সানি। শুভাগত হোম চৌধুরীকে শূন্য রানে ফেরান আবু হায়দার। অভিজ্ঞ মোশাররফ হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়েন তাইবুর রহমান।

এই জুটিও ভাঙেন সানি। ২৭ রান করা মোশাররফকে বিদায় করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম বারের মতো নেন পাঁচ উইকেট। সঙ্গে ভাঙেন ৮২ রানের জুটি।

এরপর বেশিদূর এগোয়নি ঢাকার ইনিংস। তিন বলের মধ্যে তাইবুর ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে দেন মোহাম্মদ আশরাফুল। ১২২ বলে খেলা তাইবুরের ৮৮ রানের ইনিংস গড়া ৮ চারে।

ফিরতি ক্যাচে নাজমুল ইসলাম অপুকে ফিরিয়ে ৭৫ ওভারে ঢাকার প্রথম ইনিংস থামিয়ে দেন সানি।

দিনের শেষ ঘণ্টায় জবাব দিতে নেমে সতর্ক ব্যাটিংয়ে সময়টা কাটিয়ে দিয়েছে মেট্রো। প্রথম দিন শেষে তাদের স্কোর ২৬/০। সাদমান ইসলাম ৪ ও সৈকত আলী ২১ রানে ব্যাট করছেন।     

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ৭৫ ওভারে ২০৬ (মজিদ ১৭, রনি ৩০, সাইফ ১০, শাকিল ৬, শুভাগত ০, তাইবুর ৮৮, নাদিফ ৮, মোশাররফ ২৭, নাজমুল ১০, শাহাদাত ০, সালাউদ্দিন ০*; আবু হায়দার ১/৬৩, শহিদুল ০/৩৩, সানি ৭/৫৭, সৈকত ০/৭, আসিফ ০/১৬, আশরাফুল ২/১৯, শামসুর ০/৬)

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ১৩ ওভারে ২৬/০ (সাদমান ৪*, সৈকত ২১*; শাহাদাত ০/১৬, সালাউদ্দিন ০/৫, নাজমুল ০/৪, শুভাগ ০/০, মোশাররফ ০/১)