শেষ দিনে এনামুল, সৌম্যর সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Oct 2018 07:12 PM BdST Updated: 04 Oct 2018 07:12 PM BdST
ছন্দে ফেরার ইঙ্গিত এনামুল হক ও সৌম্য সরকারের ব্যাটে। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ দিনে সেঞ্চুরি করেছেন খুলনার এই দুই তরুণ ব্যাটসম্যান।
তিন সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়ে প্রথম স্তরের ম্যাচে রাজশাহীর সঙ্গে ড্র করেছে শিরোপাধারী খুলনা।

প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চদশ সেঞ্চুরি পাওয়া এনামুল ২৩৯ বলে ১৫ চারে ১১৩ রান করে ফরহাদ হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
প্রথম ইনিংসে ১০৪ রান তুষার দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন তুলে নেন আরেকটি সেঞ্চুরি। চতুর্থ দিন তাকে থামান সানজামুল ইসলাম। ২২৯ বলে খেলা তুষারের ১৫৯ রানের ইনিংসটি সাজানো ২১ চার ও ১ ছক্কায়। জোড়া সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন খুলনার এই মিডল অর্ডার।

সৌম্য ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে পৌঁছানোর পর ড্র মেনে নেন দুই অধিনায়ক। সে সময় খুলনার রান ছিল ৭ উইকেটে ৪৬৭। ২০১৫ সালের মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন সৌম্য।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ২১০
রাজশাহী ১ম ইনিংস: ৫৫২
খুলনা ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৮২/২) ১২৮.৫ ওভারে ৪৬৭/৭ (রবি ০, এনামুল ১১৩, আফিফ ৬, তুষার ১৫৯, মেহেদি ২৯, সোহান ৪০, সৌম্য ১০৩, জিয়া ৪, নাহিদুল ৬*; শফিউল ১/২০, রেজা ১/৮১, দেলোয়ার ০/৪৩, তাইজুল ২/১৫৩, সানজামুল ২/১২৯, সাব্বির ০/৮, ফরহাদ ১/৩০)
ফল: ড্র
ম্যান অব দা ম্যাচ: তুষার ইমরান
-
লাঞ্চের পর সাকিবের টানা দুই
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- ‘ফ্রি ফায়ারে’ আসক্ত কিশোর, বেঁধে রাখা হচ্ছে শেকলে
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- ম্যাথিউসের লড়াকু সেঞ্চুরি, পিছিয়ে বাংলাদেশ
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো