রনির ডাবল সেঞ্চুরি, মজিদের সেঞ্চুরি

ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলেন রনি তালুকদার। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে শতক পেলেন আব্দুল মজিদ। তাদের রেকর্ড গড়া সাড়ে তিনশ রানের উদ্বোধনী জুটির ওপর ভর করে চট্টগ্রামকে বড় লক্ষ্য দিল ঢাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 12:59 PM
Updated : 3 Oct 2018, 12:59 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার বিনা উইকেটে ১৭৬ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা। আরও ১৭৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন রনি-মজিদ।

৬৬ রান নিয়ে দিন শুরু করা মজিদকে ফিরিয়ে ৩৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে এটাই সর্বোচ্চ।

এনসিএলের গত আসরে ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমানের ৩৪১ রানের জুটি ছিল আগের রেকর্ড।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সবশেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন মজিদ। এবার পেলেন এই সংস্করণে নিজের অষ্টম সেঞ্চুরি। ২৮৮ বলে খেলা মজিদের ১৩২ রানের ইনিংসটি গড়া ১৪ চার ও ২ ছক্কায়।

২০১৫ সালে দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন রনি, তার সবচেয়ে বড়টি ছিল ২২৭ রানের। সেই রানকে ছাড়িয়ে যেতেই ইনিংস ঘোষণা করেন ঢাকার অধিনায়ক নাদিফ চৌধুরী।

২৫২ বলে খেলা রনির ২২৮ রানের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ১৮ চার ও ৭ ছক্কায়।

১ উইকেটে ৩৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা। প্রথম ইনিংসে ৯৬ রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম পায় ৪৮২ রানের বিশাল লক্ষ্য।

দ্বিতীয় স্তরের ম্যাচটির তৃতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। তাসামুল হক ৩৩ ও সাঈদ সরকার ৬ রানে ব্যাট করছেন।

রান তাড়ায় শুরুতেই ইরফান শুক্কুরকে হারায় চট্টগ্রাম। থিতু হয়ে ফিরে যান আরেক ওপেনার সাদিকুর রহমান। প্রথম ইনিংসে ব্যর্থ মুমিনুল হক ৬৭ বলে ৬ চার ১ ছক্কায় করেন ৬২ রান। 

জয়ের জন্য শেষ দিনে চট্টগ্রামের প্রয়োজন ৩৪৭ রান। ঢাকার চাই শেষ ৭ উইকেট।          

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ২৩৮

চট্টগ্রাম ১ম ইনিংস: ১৪২

ঢাকা ২য় ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৭৬/০) ৯২ ওভারে ৩৮৫/১ ডিক্লে. (মজিদ ১৩২, রনি ২২৮*, সাইফ ১৩*; নাঈম ০/৯৯, হাসান ০/৭১, সাইফ ০/৪৬, ইরফান ০/৮০, জুবায়ের ১/৬৮, মুমিনুল ০/১১)

চট্টগ্রাম ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮২) ৩৯ ওভারে ১৩৫/৩ (সাদিকুর ২৪, শুক্কুর ২, মুমিনুল ৬২, তাসামুল ৩৩*, সাঈদ ৬*; শাহাদাত ১/২৭, নাজমুল ১/২৬, শুভাগত ১/২৪, শরিফ ০/১৯, মোশাররফ ০/২৫, তাইবুর ০/৬)