মিজানুরের সেঞ্চুরি, অপেক্ষায় জহুরুল

দাপুটে ব্যাটিংয়ে মিজানুর রহমান তুলে নিলেন সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার অপেক্ষায় জহুরুল ইসলাম। খুলনাকে রানের পাহাড়ে চাপা দেওয়ার পথে রাজশাহী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 01:48 PM
Updated : 2 Oct 2018, 01:48 PM

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ৪৪৬ রান। অধিনায়ক জহুরুল ৯১ ও সানজামুল ইসলাম ৪০ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দুই জনে এরই মধ্যে গড়েছেন ৭২ রানের জুটি।

শিরোপাধারী খুলনাকে প্রথম ইনিংসে ২১০ রানে গুটিয়ে দেওয়া রাজশাহী এগিয়ে গেছে ২৩৬ রানে। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার ১ উইকেটে ১২২ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। শুরুতেই আফিফ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক।

প্রমোশন পেয়ে চার নম্বরে নামা ফরহাদ রেজার সঙ্গে ৮৯ রানের গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন মিজানুর। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এই ওপেনারের দশম শতক। ১৬ চার ও ২ ছক্কায় ১৪৫ বলে ১১৫ রান করা মিজানুরকে ফিরিয়ে দেন আব্দুর রাজ্জাক।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন অলরাউন্ডার রেজা। তাকে ৮৩ রানে থামান নাহিদুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ সাব্বির রহমান ফিরেন থিতু হয়ে। ৫২ বলে খেলা তার ৩৩ রানের ইনিংসে বাউন্ডারি ৬টি। মিডল অর্ডারের আরেক ব্যাটসম্যান ফরহাদ হোসেনও ফিরেন থিতু হয়ে।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করছেন জহুরুল। অধিনায়কের ১৯৯ বলের ইনিংসে এরই মধ্যে এসেছে ১০টি বাউন্ডারি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সানজামুল।

খুলনা ১ম ইনিংস: ২১০

রাজশাহী ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ১২২/১) ১১৯ ওভারে ৪৪৬/৬ (শান্ত ৪৬, মিজানুর ১১৫, জুনায়েদ ৪, রেজা ৮৩, জহুরুল ৯১*, সাব্বির ৩৩ ফরহাদ ২৫, সানজামুল ৪০*; আল আমিন ১/৮০, জিয়া ০/২৮, রাজ্জাক ১/১৩৫, সৌম্য ০/৯, মেহেদি ০/৭৪, নাহিদুল ০/৫৪, আফিফ ৩/৫৭, রবি ০/৩)