মিজানুরের সেঞ্চুরি, অপেক্ষায় জহুরুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2018 07:48 PM BdST Updated: 02 Oct 2018 07:48 PM BdST
দাপুটে ব্যাটিংয়ে মিজানুর রহমান তুলে নিলেন সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার অপেক্ষায় জহুরুল ইসলাম। খুলনাকে রানের পাহাড়ে চাপা দেওয়ার পথে রাজশাহী।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর সংগ্রহ ৬ উইকেটে ৪৪৬ রান। অধিনায়ক জহুরুল ৯১ ও সানজামুল ইসলাম ৪০ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দুই জনে এরই মধ্যে গড়েছেন ৭২ রানের জুটি।
শিরোপাধারী খুলনাকে প্রথম ইনিংসে ২১০ রানে গুটিয়ে দেওয়া রাজশাহী এগিয়ে গেছে ২৩৬ রানে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার ১ উইকেটে ১২২ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। শুরুতেই আফিফ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক।
প্রমোশন পেয়ে চার নম্বরে নামা ফরহাদ রেজার সঙ্গে ৮৯ রানের গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন মিজানুর। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এই ওপেনারের দশম শতক। ১৬ চার ও ২ ছক্কায় ১৪৫ বলে ১১৫ রান করা মিজানুরকে ফিরিয়ে দেন আব্দুর রাজ্জাক।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছুটছিলেন অলরাউন্ডার রেজা। তাকে ৮৩ রানে থামান নাহিদুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ সাব্বির রহমান ফিরেন থিতু হয়ে। ৫২ বলে খেলা তার ৩৩ রানের ইনিংসে বাউন্ডারি ৬টি। মিডল অর্ডারের আরেক ব্যাটসম্যান ফরহাদ হোসেনও ফিরেন থিতু হয়ে।
দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করছেন জহুরুল। অধিনায়কের ১৯৯ বলের ইনিংসে এরই মধ্যে এসেছে ১০টি বাউন্ডারি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সানজামুল।
খুলনা ১ম ইনিংস: ২১০
রাজশাহী ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ১২২/১) ১১৯ ওভারে ৪৪৬/৬ (শান্ত ৪৬, মিজানুর ১১৫, জুনায়েদ ৪, রেজা ৮৩, জহুরুল ৯১*, সাব্বির ৩৩ ফরহাদ ২৫, সানজামুল ৪০*; আল আমিন ১/৮০, জিয়া ০/২৮, রাজ্জাক ১/১৩৫, সৌম্য ০/৯, মেহেদি ০/৭৪, নাহিদুল ০/৫৪, আফিফ ৩/৫৭, রবি ০/৩)
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড