এনামুল জুনিয়রের ৬ উইকেটের পর সানির স্পিন ভেল্কি

সাদমান ইসলামের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো ঢাকাকে প্রথম ইনিংসে খুব বেশি দূর যেতে দিলেন না এনামুল হক জুনিয়র। তবে জবাব নিতে নেমে আরাফাত সানির স্পিনে চাপে পড়েছে সিলেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2018, 12:56 PM
Updated : 2 Oct 2018, 12:56 PM

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ৪ উইকেটে ৩২২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ঢাকা। এদিন পতন হওয়া ৬ উইকেটের পাঁচটিই নেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এনামুল।

মেহরাব হোসেন জুনিয়রকে ফেরানোর পর দ্রুত তুলে নেন জাবিদ হোসেন ও সানির উইকেট। আশরাফুলকে খানিক সঙ্গ দেওয়া কাজী অনিককে ফিরিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩তম বারের মতো পাঁচ উইকেট নেন এনামুল জুনিয়র।

নিয়মিত উইকেট পতনের মধ্যে দলকে টানেন আশরাফুল। তার ফিফটির ওপর ভর করে চারশ ছাড়ায় ঢাকার সংগ্রহ। ১০৮ বলে ৬ চারে ৫৩ রান করা আশরাফুল ফিরেন শাহানুর রহমানের বলে কট বিহাইন্ড হয়ে।

শহিদুল ইসলামকে ফিরিয়ে ঢাকাকে প্রথম ইনিংসে ৪২৬ রানে থামান এনামুল জুনিয়র। বাঁহাতি স্পিনে তিনি ১৬৫ রানে নেন ৬ উইকেট।  

ঢাকার স্পিনে স্বস্তিতে নেই সিলেট। ৬ উইকেটে ১৩২ রানে দিন শেষ করেছে দলটি। এখনও পিছিয়ে ২৯৪ রানে।

শাহানুর ৩৪ ও এনামুল জুনিয়র ৩৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে দুই জনে এরই মধ্যে গড়েছেন ৬০ রানের জুটি।

দুই ওপেনার সায়েম আলম ও শানাজ আহমেদকে দ্রুত ফেরান আশরাফুল। ইমতিয়াজ হোসেন, অলক কাপালী ও রাজিন সালেহকে দুই অঙ্কে যেতে দেননি সানি। তার বাঁহাতি স্পিনে থিতু হয়ে ফিরে যান জাকের আলী।

প্রায় এক সেশন সানি-আশরাফুলকে ঠেকিয়ে রাখেন শাহানুর-এনামুল জুনিয়র। তৃতীয় দিন তাদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।  

বাঁহাতি স্পিনার সানি ৪ উইকেট নেন ৪৮ রানে। অফ স্পিনে আশরাফুল ৩৫ রানে নেন দুটি।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩৩২/৪) ১২২.৪ ওভারে ৪২৬ (সাদমান ১৫৭, সৈকত ৪২, শামসুর ৩৪, মার্শাল ৫০, মেহরাব জুনিয়র ৩৮, আশরাফুল ৫৩, জাবিদ ২, সানি ০, অনিক ২৪, শহিদুল ২, আসিফ ২*; আবু জায়েদ ১/৪৬, খালেদ ০/৬৭, এনামুল জুনিয়র ৬/১৬৫, এবাদত ০/৫৩, শাহানুর ৩/৭৫, কাপালী ০/১৫)

সিলেট ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৩২/৬ (সায়েম ১১, শানাজ ১৮, ইমতিয়াজ ১, জাকের ১৯, কাপালী ২, রাজিন ১, শাহানুর ৩৪*, এনামুল জুনিয়র ৩৭*; শহিদুল ০/২৩, অনিক ০/৮, সানি ৪/৪৮, আশরাফুল ২/৩৫)