প্রান্তিক, শামিমের ফিফটিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

বাঁচা-মরার ম্যাচে বোলাররা লক্ষ্যটা রাখলেন নাগালে। দায়িত্বশীল দুটি ফিফটিতে ব্যাটিংয়ে দলকে পথ দেখালেন প্রান্তিক নওরোজ নাবিল ও শামিম হোসেন। পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে টিকে থাকল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 11:48 AM
Updated : 1 Oct 2018, 11:48 AM

শ্রীলঙ্কার কাছে হার দিয়ে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করে তৌহিদ হৃদয়ের দল। পাকিস্তানের কাছে হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত স্বাগতিকরা।

‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৮ রানের লক্ষ্য ১৬ বল বাকি থাকতে পেরিয়ে যায় দলটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী সোমবার টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতে পথ দেখান সাইম আইয়ুব। ৭৭ বলে দুই ছক্কা ও ১ চারে ৪৯ রান করেন এই ওপেনার। তার ব্যাটে ৩ উইকেটে ১২১ রানের দৃঢ় ভিতরে ওপর দাঁড়ায় পাকিস্তান।

মিডল অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ চার ও ১ ছক্কায় ৫৮ বলে ৬৭ রানের ইনিংসে দলকে বড় সংগ্রহের আশা দেখান ওয়াকার আহমেদ। তবে শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে দুইশ রানের আগেই থামায় বাংলাদেশ।

মাত্র ৩ রানের মধ্যে পাকিস্তানের শেষ ৫ উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

লেগ স্পিনার রিশাদ ৫৩ রানে নেন ৩ উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ২ উইকেট নেন ২০ রানে।

রান তাড়ায় শুরুতেই তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। চার বাউন্ডারিতে ২১ রান করে ফিরেন আরেক ওপেনার সাজিদ হোসেন। দলের বিপদ বাড়িয়ে ৮ বলে ১০ রান করে বিদায় নেন অধিনায়ক তৌহিদ।

৪২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে কক্ষপথে ফেরান প্রান্তিক-শামিম। চতুর্থ উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই জনে গড়েন ৯৭ রানের জুটি। ৯৩ বলে চার চারে ৫৮ রান করা প্রান্তিককে ফিরিয়ে স্বাগতিকদের প্রতিরোধ ভাঙেন বিলাল জাভেদ।

তবে দলকে জয়ের পথে রাখেন শামিম ও কিপার ব্যাটসম্যান আকবর আলী। ১০৫ বলে ৫ বার ও দুই ছক্কায় ৬৫ রান করে শামিম চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দেয় পাকিস্তান। তবে অভিষেক দাসকে সঙ্গে নিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন আকবর।

২৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ মুসা।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে শ্রীলঙ্কা। নেট রান রেটে বাংলাদেশকে (-০.৩৫৮) পেছনে ফেলে দুই নম্বরে আছে পাকিস্তান (১.৩৪৫)। হংকং দুটি ম্যাচেই হেরেছে।

বিকেএসপির চার নম্বর মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ১৩২ রানের লক্ষ্য দলটি ৭৫ বল বাকি থাকতে পেরিয়ে যায়।

‘এ’ গ্রুপ থেকে দুটি করে জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৫.২ ওভারে ১৮৭ (মহসিন ১১, আইয়ুব ৪৯, নাজির ২৩, সাদ ০, ওয়াকার ৬৭, আসিফ ২, জুনাইদ ২৪, মুসা ২, নাসিম ১, হাসনাইন ০, জাভেদ ০*; শরিফুল ২/২০, মৃত্যুঞ্জয় ১/১৭, অভিষেক ১/৫৬, রকিবুল ১/৩৪, শামিম ০/৬, রিশাদ ৩/৫৩)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ১৯১/৭ (তানজিদ ০, সাজিদ ২১, প্রান্তিক ৫৮, তৌহিদ ১০, শামিম আহত অবসর ৬৫*, আকবর ১৭*, মৃত্যুঞ্জয় ৪, রকিবুল ১, রিশাদ ২, অভিষেক ৪*; হাসনাইন ১/১৯, নাসিম ১/৬৩, মুসা ৩/২৪, জুনাইদ ০/৩১, জাভেদ ১/৪০, সাদ ১/১৩)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী