বোলারদের দাপটের ম্যাচে জিতল দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার তারুণ্য নির্ভর বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। তবে নিয়মিত একাদশের অনেক ব্যাটসম্যানকে ছাড়া খেলতে নামা দক্ষিণ আফ্রিকাকেও ভুগিয়েছেন তাদের বোলাররা। জয় দিয়ে সিরিজ শুরু করতে সংগ্রাম করতে হয়েছে জেপি দুমিনির দলকে।    

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2018, 02:21 PM
Updated : 30 Sept 2018, 02:21 PM

তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১১৮ রানের লক্ষ্য স্বাগতিকদের পেরিয়ে যায় ১৪৩ বল বাকি থাকতে।

ডায়মন্ড ওভালে রোববার টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। রানের খাতা খুলতে পারেননি সলোমন মিরে। দুই অঙ্কে যেতে পারেননি তিন ব্যাটিং ভরসা ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস।

অনেকটা সময় ক্রিজে থাকা হ্যামিল্টন মাসাকাদজা ফিরে যান ২৫ রান করে। শেষের দিকে এল্টন চিগুম্বুরার ২৭ রানের ওপর ভর করে একশ ছাড়ায় জিম্বাবুয়ের সংগ্রহ।

১৯ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার লুঙ্গি এনগিডি।

নিয়মিত একাদশের চার ব্যাটসম্যান ফাফ দু প্লেসি, হাশিম আমলা, কুইন্টন ডি কক ও ডেভিড মিলার ছাড়া এই সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। নতুন চেহারার ব্যাটিং লাইন আপকে পরীক্ষায় ফেলেছিল জিম্বাবুয়ে।

ছোট রান তাড়ায় শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ২৫ রানের মধ্যে ডিন এলগার ও রেজা হেনড্রিকসকে ফিরিয়ে দেন টেন্ডাই চাটারা। ২৭ রান করে ফিরে যান নড়বড়ে এইডেন মারক্রাম। ৫৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

৫ চার ও দুই ছক্কায় ৪৪ বলে ৪৪ রানের আক্রমণাত্মক ইনিংসে দলকে পথ দেখান কিপার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। তরুণ অলরাউন্ডার উইলেম মাল্ডারকে নিয়ে বাকিটা সারেন দু প্লেসির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া দুমিনি।

জিম্বাবুয়েকে কম রানে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান রাখা এনগিডি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আগামী বুধবার ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৩৪.১ ওভারে ১১৭ (হ্যামিল্টন মাসাকাদজা ২৫, মিরে ০, আরভিন ৭, টেইলর ৯, উইলিয়ামস ৪, মুর ১৩, চিগুম্বুরা ২৭, ওয়েলিংটন মাসাকাদজা ১৫, মাভুতা ৫, জার্ভিস ৮, চাটারা ০; রাবাদা ২/৩৪, এনগিডি ৩/১৯, মাল্ডার ১/১৯, ফেলুকওয়ায়ো ২/২২, তাহির ২/২৩)

দক্ষিণ আফ্রিকা: ২৬.১ ওভারে ১১৯/৫ (মারক্রাম ২৭, এলগার ২, হেনড্রিকস ৫, ক্লাসেন ৪৪, জঙ্কার ৬, দুমিনি ১৬*, মাল্ডার ১৪*; জার্ভিস ০/৩৬, চাটারা ২/১২, ওয়েলিংটন মাসাকাদজা ২/২৬, মাভুতা ১/২৪, উইলিয়ামস ০/১৯)

ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ ম্যাচ: লুঙ্গি এনগিডি