ওপেনিংয়ে ফিরতে পারেন ইমরুল, খেলবেন অপু
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2018 12:13 AM BdST Updated: 28 Sep 2018 12:13 AM BdST
সাময়িক দায়িত্ব শেষ। ইমরুল কায়েস এবার ফিরতে পারেন মূল দায়িত্বে। রশিদ খানকে সামলানোর চ্যালেঞ্জে জিতেছেন। এবার এশিয়া কাপের ফাইনালে বাঁহাতি ওপেনারকে দেখা যেতে পারে ওপেনিংয়ে।
ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ একাদশ সাজাতে পারে পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে। নাজমুল ইসলাম অপুর ফেরা একরকম নিশ্চিত।
ওপেনারদের টানা ব্যর্থতার কারণেই হুট করে উড়িয়ে আনা হয়েছিল ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। কিন্তু দুবাইয়ে আসার পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইমরুলকে দেওয়া হয় রশিদ খানকে সামলানোর দায়িত্ব। প্রথমবারের মতো ইমরুল ব্যাট করেন ছয়ে। দারুণ ইনিংস খেলে ভূমিকা রাখেন দলের জয়ে।

ওপেনিংয়ে জায়গা হারালেও সম্ভবত একাদশে টিকে যাচ্ছেন সৌম্য। পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং-ফিল্ডিং করেছিলেন সৌম্য। অলরাউন্ডার হিসেবে ধরে নিয়ে তাকে খেলানো হতে পারে সাতে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসান ছিটকে যাওয়ার পর বিপাকে পড়েছিল দল। এই মানের অলরাউন্ডারের বিকল্প কোথায়! শেষ পর্যন্ত ব্যাটিংয়ে শক্তি ধরে রাখতে নেওয়া হয় মুমিনুল হককে। একাদশ সাজানো হয় চার জন বিশেষজ্ঞ বোলারের ঝুঁকি নিয়ে।
সেদিন সৌম্য ও মাহমুদউল্লাহ দারুণ কাজ চালিয়ে নিয়েছেন বোলিংয়ে। তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে চার বোলারের ঝুঁকিতে যেতে চায় না দল। গত ম্যাচে ব্যর্থ মুমিনুল তাই জায়গা হারাচ্ছেন একাদশে। ফিরছেন অপু। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে অপু ৮ ওভারে রান দিয়েছিলেন কেবল ২৯।
ইমরুল ও লিটনকে দিয়ে ওপেনিং ও সাতে সৌম্যকে খেলানোর ভাবনা ঠিক থাকলে তিন নম্বর পজিশনে কোনো চমক উপহার দিতে পারে দল। এই টুর্নামেন্টে বেশির ভাগ চমকপ্রদ সিদ্ধান্তগুলোই কাজে লেগে গেছে। শেষ ম্যাচেও তেমন কিছুর আশায় দল।
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি