বাংলাদেশ সফর দিয়ে উইন্ডিজের দায়িত্ব শেষ স্টুয়ার্ট লর

দায়িত্ব নেওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন স্টুয়ার্ট ল। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন এই অস্ট্রেলিয়ান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 09:24 PM
Updated : 24 Sept 2018, 09:24 PM

আগামী অক্টোবরে ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। পরের মাসে আসবে বাংলাদেশে। এই সিরিজ দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটে শেষ হবে লর অধ্যায়।

এক বিবৃতিতে ল জানান, ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব কঠিন ছিল। 

“ওয়েস্ট ইন্ডিজে সময়টা ছিল দারুণ উপভোগ্য। আমি বিশ্বাস করি, দল হিসেবে গত দুই বছরে আমরা সামনের দিকে অসাধারণভাবে এগিয়েছি।”

২০১৬ সালে ফিল সিমন্সকে বরখাস্ত করার পর বাংলাদেশের সাবেক কোচ লকে প্রধান কোচ নিয়োগ করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তার অধীনে টি-টোয়েন্টিতে সফল ছিল দলটি। জিতেছে ১৯ ম্যাচে ৮টিতে। 

সময়টা ভালো কাটেনি ওয়ানডেতে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় খেলতে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০১৯ বিশ্বকাপে জায়গা পেতে হয়েছে বাছাই পর্বে খেলে।