ভিডিও দেখে রশিদকে পড়েছেন ইমরুল
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018 10:24 PM BdST Updated: 24 Sep 2018 10:24 PM BdST
দিন তিনেক আগেও এশিয়া কাপের সীমানায় ছিলেন না ইমরুল কায়েস। সেই তিনিই এখন আগ্রহের কেন্দ্রে। আগের রাতে উড়ে আসা একজন ওপেনার, ক্যারিয়ারে প্রথমবার ছয়ে খেলে দারুণ সামলেছেন রশিদ খানকে, তাকে নিয়ে প্রবল কৌতুহল দলের বাইরের অনেকেরও। সংবাদমাধ্যমও তার কথা শোনার অপেক্ষায়। সব মিলিয়ে সময়টা উপভোগ করছেন ইমরুল। জানালেন রশিদকে নিষ্ক্রিয় করে রাখার রহস্যও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেটে রশিদ খানকে খেলেছেন অনেক। আফগানিস্তানের বিপক্ষে ইমরুলকে ছয়ে নামানোর অন্যতম কারণ ছিল এটি। পাশাপাশি বিবেচনায় ছিল তিনি বাঁহাতি ব্যাটসম্যান ও তার অভিজ্ঞতা। কিন্তু এসবের চেয়ে ইমরুল নিজে বেশি ফল পেয়েছেন অন্য পথে, যেটি পুরোনো এবং বহুল প্রচলিত; ভিডিও বিশ্লেষণ!
এই যুগে প্রতিটি ম্যাচে মাঠে নামার আগেই প্রতিপক্ষ নিয়ে কাঁটাছেঁড়া হয়। আর রশিদ খানের মতো বোলারদের ধার কমানো নিয়ে গবেষণা চলে তো নিত্যই। কিন্তু খুব একটা সফল হতে অনেকেই। অন্তত বাংলাদেশের ব্যাটসম্যানরা পারছিলেন না। পারলেন ইমরুল।
আবু ধাবিতে দুর্দান্ত ইনিংসটির পরদিন দুবাইয়ে ইমরুল জানালেন, ভিডিও দেখেই তিনি ধরতে পেরেছেন রশিদের বোলিং গ্রিপ।
“সত্যি বলতে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ওর বল নেটে খুব বেশি একটা পাই নাই। কারণ আমাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ওরকম অনুশীলন হয় না। বড় বড় ক্রিকেটাররা অনেক সময় অতটা অনুশীলন করেও না। কিন্তু কিছু ট্রিকস ছিল, যেগুলো আমি অনুসরণ করেছিলাম ওর বলের গ্রিপিংয়ের। ভিডিও অ্যানালাইসিস দেখছিলাম। ওর বোলিংয়ের সময় আমি ওই জিনিসটা অনুসরণ করছিলাম। হয়তবা ওই কারণেই আগের থেকে আমি পড়তে পারছিলাম।”
“আগের অনেক ভিডিও দেখেছি। সম্প্রতিও দেখছি। কোন গ্রিপে গুগলি করে, কোন গ্রিপে লেগ স্পিন করে, এসব অনুসরণ করেছি, যখন বল গ্রিপ করে। এটা আগে থেকে দেখলে, অনেক কিছু সহজ হয়ে যায়।”
বোলারের হাত থেকেই বলের ধরন পড়ার চেষ্টা ব্যাটসম্যানদের জন্য একদমই মৌলিক ও পুরোনো পন্থা। রশিদের ক্ষেত্রেও এটি অন্যদের না করার কারণ নেই। এরপরও তাকে পড়তে হিমশিত খেতে বিশ্বজুড়ে হয় সব ব্যাটসম্যানকে। ইমরুল সেক্ষেত্রে দারুণ উদাহরণ দেখিয়েছেন, সংশয় নেই।
যে পরিকল্পনা থেকে ইমরুলকে ছয়ে খেলানো, সেটি কাজে লেগেছে পুরোপুরি। রশিদের ২৫ বল খেলে ১৭ রান নিয়েছেন, আউট হননি। সবচেয়ে বড় কথা, একটি মুহূর্তের জন্যও মনে হয়নি অস্বস্তিতে পড়েছেন। যেটির মানে, বোলারের হাত থেকেই পড়তে পেরেছেন। ৮৯ বলে ৭২ রানের অপরাজিত ইনিংসটি বিপর্যয় থেকে উদ্ধার করে দলকে গড়ে দিয়েছে জয়ের ভিত।
দলের পরিকল্পনা পূরণ করতে ক্যারিয়ারে প্রথমবার খেলেছেন তিন নম্বরের নীচে। তবে ছয়ে ব্যাট করাকে খুব আলাদা করে দেখেননি এমনিতে ওপেনার এই বাঁহাতি।
“আমার মনে হয়, ওপেনিং ব্যাটসম্যানরা যখন বড় ইনিংস খেলতে থাকে, তখন তারা সব পরিস্থিতে ব্যাটিং করার মতো উপযুক্ত হয়ে উঠে। কেননা লম্বা ইনিংসে খেলতে হলে ওপেনার ব্যাটসম্যানদের শুরুতে, মাঝে এবং শেষের ওভারে খেলতে হয়। এ কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না ৬ কিংবা ৪ নম্বর নিয়ে কোনো সমস্যা আছে। আমি যখন ব্যাটিংয়ে নেমেছিলাম, আমার কাছে মনে হয়েছে আমি বলের মেধা দেখে খেলব, পরিস্থিতি অনুযায়ি খেলব। ওভাবেই আসলে চেষ্টা করেছি।”
চেষ্টা করেছেন, সফল হয়েছেন, আলোড়নও তুলেছেন। এবার ধরে রাখার পালা। সেটি ছয়ে হোক বা এক-দুই-তিনে। পজিশন নিয়ে আপত্তি নেই, সেটি তো বলেই দিয়েছেন!
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি