‘আফগানিস্তানের চেয়ে ভালো দল আমরা’
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2018 09:43 PM BdST Updated: 22 Sep 2018 09:45 PM BdST
টুর্নামেন্টে দুই দলের প্রথম লড়াইয়ে পাত্তাই পায়নি বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচ ভিন্ন দুই মাঠে দুই দলের চিত্র ছিল দুইরকম। ভারতের বিপক্ষে বাংলাদেশ যেখানে স্রেফ উড়ে গেছে, পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান হেরেছে তীব্র লড়াইয়ের পর। এবারের এশিয়া কাপের পারফরম্যান্সে অন্তত বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। তবে আবার মুখোমুখি হাওয়ার আগে দল হিসেবে নিজেদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
দুই দলই এবারের এশিয়া কাপ শুরু করেছিল শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে। তবে বাংলাদেশ পথ হারায় এরপরই। কিন্তু রঙ হারায়নি আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা বিধ্বস্ত করেছে বাংলাদেশকে। সুপার ফোরের প্রথম ম্যাচে শেষ ওভারে হেরেছে পাকিস্তানের কাছে। তবে সেটিও ছিল এমন এক হার, যেখানে তারা রেখেছে এগিয়ে চলার ছাপ।
বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি ওয়ানডে লড়াইয়ে জয়-হার সমান তিনটি করে। গত জুনে তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানরা।
সব মিলিয়ে সময়টা যে আফগানদের পক্ষে, সেটি মানছেন সাকিব। তবে দল হিসেবে নিজেদের পিছিয়ে রাখতে চান না। আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে নিজের দাবির পক্ষে যুক্তিও দিলেন সাকিব।
“এখন যদি মোমেন্টামের দিক থেকে চিন্তা করেন, তাহলে অবশ্যই আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে এই টুর্নামেন্টে। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা ওদের চেয়ে ভালো দল। ওদের চেয়ে আমরা বেশি জিতেছি। ওদের চেয়ে বড় দলগুলোর বিপক্ষে আমরা বেশি জিতেছি। র্যাঙ্কিংয়ে আমরা ওদের চেয়ে এগিয়ে। স্বাভাবিকভাবেই আমরা ওদের চেয়ে এগিয়ে। আমাদের সেভাবেই পারফরম্যান্স করতে হবে।”
সাকিবের শেষ কথাটিই হয়ত মূল কথা। এগিয়ে থাকার প্রমাণ দিতে হবে মাঠের পারফরম্যান্সেই। রোববার সেটি প্রমাণের আরেকটি মঞ্চ আবু ধাবি।
-
টিকলেন না মাহমুদউল্লাহও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- টিকলেন না মাহমুদউল্লাহও
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ