সাদমানের সেঞ্চুরির পর তাইজুলের স্পিন ভেল্কি

প্রথম ইনিংসে ব্যর্থ সাদমান ইসলাম সেঞ্চুরি করলেন দ্বিতীয় ইনিংসে। দুই ইনিংসেই চারটি করে উইকেট নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। রোমাঞ্চ জাগিয়ে ড্র হল বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের চার দিনের প্রস্তুতি ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 03:18 PM
Updated : 22 Sept 2018, 03:18 PM

প্রথম তিন দিনে দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। চতুর্থ ও শেষ দিন দেখা গেল দুই দলের তিন ইনিংস। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় হারতে বসেছিল লাল দল। শেষ উইকেট জুটির দৃঢ়তায় বেঁচে গেছে দলটি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শনিবার ৪ উইকেটে ১৬৩ রান নিয়ে খেলা শুরু করে লাল দল। তাইজুলের স্পিনে ২৮৩ রানে গুটিয়ে যায় দলটির প্রথম ইনিংস।

৬৩ রানে দিন শুরু করা মার্শাল আইয়ুব ফিরেন ৬৮ রান করে। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আফিফ হোসেন করেন ৩২ রান। ১০ নম্বরে নেমে অপরাজিত ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তাসকিন আহমেদ।

তাইজুল ৪ উইকেট নেন ৫২ রানে। দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে সবুজ দল ২ উইকেটে ২৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

৯৮ বলে ৭ চার ও দুই ছক্কায় ১০০ রান করে মাঠ ছাড়েন ওপেনার সাদমান। এশিয়া কাপের দলে হঠাৎ ডাক পাওয়া ইমরুল কায়েসের জায়গায় ওপেন করতে নেমে ৭৫ বলে ৬৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন জাকির হাসান।

রান আউট হওয়ার আগে ঝড় তুলেন ফজলে মাহমুদ। ৩৫ বলে তিন ছক্কা আর এক চারে করেন ৪৮ রান। 

দ্বিতীয় ইনিংসে তালগোল পাকিয়ে হারতে বসেছিল লাল দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৭ রান করে দলটি।

এশিয়া কাপে ডাক পাওয়া সৌম্য সরকারের জায়গায় ওপেন করতে নামা আল আমিন জুনিয়রের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২১ রান।

প্রথম ইনিংসে ফিফটি করা মার্শাল এবার যেতে পারেননি দুই অঙ্কে। আবারও ব্যর্থ মোহাম্মদ আশরাফুল। এবার ফিরেন ১৩ রান করে। লাল দল গড়তে পারেনি তেমন কোনো জুটি। দায়িত্ব নিয়ে খেলতে পারেননি কেউই। সবার ছোট ছোট অবদানে কোনোমতে হার এড়াতে পারে দলটি।

৩২ রানে ৪ উইকেট নিয়ে সবুজ দলের সেরা বোলার তাইজুল। খালেদ ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি সবুজ দল: ২৮৯/৯ ইনিংস ঘোষণা

বিসিবি লাল দল: ৭৮.৫ ওভারে ২৮৩ (সাইফ ২৪, সৌম্য ৪৮, আল আমিন জুনিয়র ৮, মার্শাল ৬৮, আশরাফুল ১, আফিফ ৩২, মাহিদুল ৭, ইফতেখার ২০, সানজামুল ৬, তাসকিন ৪৯*, আবু জায়েদ ১৩; খালেদ ২/৬০, রাব্বি ২/৬৯, তাইজুল ৪/৫২, মেহেদি ০/২৩, এবাদত ১/৩৬, তানভীর ০/২৬, তানবীর ১/১৫)

বিসিবি সবুজ দল: ৩৭ ওভারে ২৯৫/২ ইনিংস ঘোষণা (সাদমান ১০০*, জাকির ৬৮, মাহমুদ ৪৮, মিজানুর ১৫*; আবু জায়েদ ০/৪৬, তাসকিন ০/১৯, আল আমিন জুনিয়র ০/৩৩, ইফতেখার ০/৪৩, সানজামুল ০/২৫, আফিফ ০/২৩, জুবায়ের ০/২৫, সাইফ ১/২১)

বিসিবি লাল দল: ৩৩ ওভারে ১১৭/৯ (সাইফ ১, আল আমিন জুনিয়র ২১, মার্শাল ৯, আশরাফুল ১৩, আফিফ ১৪, মাহিদুল ৭, ইফতেখার ১৮*, সানজামুল ৬, তাসকিন ১৬, জুবায়ের ৫, আবু জায়েদ ৪*; খালেদ ২/১৭, এবাদত ২/১৬, তাইজুল ৪/৩২, কামরুল ১/৩২, মেহেদি ০/৩, তানভীর ০/১, তানবীর ০/১৩)

ফল: ড্র