দল চেয়েছে একজন, পাচ্ছে ইমরুল-সৌম্য দুজনকেই
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2018 11:33 PM BdST Updated: 22 Sep 2018 02:15 AM BdST
টিম ম্যানেজমেন্ট থেকে চাওয়া হয়েছিল বাড়তি একজন ওপেনার। কোনো ঝুঁকি নেয়নি বিসিবি, উড়িয়ে আনা হচ্ছে দুজন ওপেনার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ঝুঁকি না রাখতেই একসঙ্গে আনা হচ্ছে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে।
এশিয়া কাপে ওপেনারদের টানা ব্যর্থতার মাঝেই শুক্রবার রাতে জানানো হয়, দলে যোগ করা হয়েছে সৌম্য ও ইমরুলকে। শনিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন দুই ওপেনার।
কেন প্রয়োজন পড়ল এই দুজনকে ডাকার, দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ চলার সময় সেটি ব্যাখ্যা করলেন আকরাম।
“তামিম ইনজুরিতে পড়ার কারণে ওপেনিং নড়বড়ে অবস্থা। তিনটি ম্যাচে ওপেনিং ভালো পারফরম্যান্স পাইনি। টিম ম্যানেজমেন্ট একজন ওপেনারের কথা বলেছে। আমরা ঝুঁকি না নিয়ে দুইজন ওপেনারকে নিয়ে আসছি। টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড প্রধানের সঙ্গে আলাপ আলোচনা করে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে আনছি।
দলের সঙ্গে দুবাইয়ে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তবে আকরামের কথা থেকেই পরিষ্কার, এই সিদ্ধান্তে নির্বাচকদের ভূমিকা ছিল সামান্যই।
আকরাম জানালেন, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত সুযোগ কাজে না লাগাতে পারাতেই বিকল্প ভাবতে হয়েছে বোর্ডকে।
“লিটন ছিল, শান্ত ছিল। ওরা খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু রান করতে পারেনি। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের এমন পরিকল্পনা নিতে হয়েছে। যে ধরনের উইকেটে আমরা খেলছি, তরুণরা সেখানে খেলতে পারছে না। ওপেনিং খুব গুরুত্বপূর্ণ জায়গা।
এখানকার মাঠে ২৪০-২৫০ রান জয়ের মতো স্কোর। ওরা পারফরম্যান্স করতে পারেনি বলেই আমরা ইমরুল-সৌম্যকে নিয়ে আসছি।”
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ