তৃতীয় দিনে মার্শালের ফিফটি, ব্যর্থ আশরাফুল

নিজেকে খুঁজে ফেরা সৌম্য সরকার ফিরলেন ফিফটির কাছে গিয়ে। চার দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত বিসিবি লাল দলের মার্শাল আইয়ুব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2018, 01:36 PM
Updated : 21 Sept 2018, 01:36 PM

বৃষ্টির দাপটে শুক্রবার খেলা হয়েছে মোটে ২৯ ওভার।

তৃতীয় দিনের খেলা শেষে লাল দলের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩ রান। মার্শাল অপরাজিত ৬৩ রানে। তার ৮২ বলের ইনিংস গড়া ৯ চারে। ১৫ রানে খেলছেন আফিফ হোসেন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেট ৪৬ রান নিয়ে দিন শুরু করে লাল দল। শুরুতেই আল আমিন জুনিয়রকে ফিরিয়ে দেন বিসিবি সবুজ দলের পেসার খালেদ আহমেদ।

তৃতীয় উইকেটে ৭১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সৌম্য ও মার্শাল। পঞ্চাশের পথে থাকা সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন এবাদত হোসেন। ১০২ বলে খেলা সৌম্যর ৪৮ রানের ইনিংস গড়া ৬ চারে।  

সুযোগ কাজে লাগাতে পারেন মোহাম্মদ আশরাফুল। ১০ বল খেলে ১ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান তাইজুল ইসলামের বলে ধরা পড়েন জাকির হাসানের গ্লাভসে।

বাঁহাতি স্পিনে তাইজুল ২ উইকেট নেন ২৬ রানে। একটি করে উইকেট নেন দুই পেসার খালেদ ও এবাদত।

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি সবুজ দল: ২৮৯/৯ ইনিংস ঘোষণা

বিসিবি লাল দল: ৪৭ ওভারে ১৬৩/৪ (সাইফ ২৪, সৌম্য ৪৮, আল আমিন জুনিয়র ৮, মার্শাল ৬৩*, আশরাফুল ১, আফিফ ১৫*; খালেদ ১/৪৯, রাব্বি ০/৩৬, তাইজুল ২/২৬, মেহেদি ০/৯, এবাদত ১/২০, তানভীর ০/১১, তানবীর ০/১১)