রশিদের ‘স্পেশাল দিন, স্পেশাল পারফরম্যান্স’
ক্রীড়া প্রতিবেদক, আবু ধাবি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2018 09:17 AM BdST Updated: 21 Sep 2018 09:17 AM BdST
-
ছবি: এসিসি
ব্যাট হাতে যখন নামছেন, স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে উঠল ‘হ্যাপি বার্থডে’। এরপর শুরু হলো যেন জন্মদিন উদযাপন। ব্যাট হাতে অপরাজিত ঝড়ো ফিফটি। বল হাতে যথারীতি দুর্বোধ্য ও দুর্দান্ত। ফিল্ডিংয়ে একটি রান আউট। ম্যান অব দা ম্যাচ। দলের বিশাল জয়। পারফরম্যান্সের পরিপূর্ণ এক প্যাকেজ। জন্মদিনে আর কতটা চাওয়ার থাকতে পারে! রশিদ খান নিজেই বলছেন, ‘স্পেশাল দিন, স্পেশাল পারফরম্যান্স।’
টিনএজ সময়টা পার হওয়ার আগে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড বেশ আগেই গড়েছেন রশিদ। অবশেষে পার হয়েছেন তিনি টিনএজের সীমানা। বৃহস্পতিবার ছিল এই লেগ স্পিন বিস্ময়ের ২০তম জন্মদিন। তার দিনটি রাঙানোর তাড়নায় পুড়েছে বাংলাদেশ।
রশিদের সত্যিকারের বয়স কত, এই নিয়ে নানা কৌতুহল আর কৌতুক ক্রিকেট দুনিয়ায় চলে নিত্য। তবে আসল জায়গাটিতে তিনি সমীহ আর শ্রদ্ধা আদায় করে চলেছেন প্রতিনিয়ত। মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন দিনের পর দিন। যেমন দেখালেন ২০তম জন্মদিনেও।
ধুঁকতে থাকা দলকে দারুণ অবস্থানে নিয়ে গেলেন ৩২ বলে ৫৭ রানের দারুণ ইনিংসে। এরপর ৯ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিলেন ২ উইকেট। বাংলাদেশকে ১৩৬ রানে গুঁড়িয়ে দিল আফগানিস্তান।
জন্মদিনের উপহার নিজেই দিয়েছেন নিজেকে। দিয়েছেন দেশকে। রশিদের ভেতরের তৃপ্তি তাই বেরিয়ে এলো ম্যাচ শেষে।
“জন্মদিনে এর চেয়ে ভালো পারফরম্যান্স আর চাইতে পারতাম না। দিনটি ছিল আমার জন্য স্পেশাল, বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সও হয়েছে স্পেশাল। বাংলাদেশ খুব ভালো দল। তাদের বিপক্ষে পারফর্ম করাও কঠিন। কারণ তাদের দারুণ সব ক্রিকেটা আছে এবং দেশে ওরা স্পিন খেলে অভ্যস্ত। বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স তাই সবসময়ই তৃপ্তির ও অনুপ্রেরণার।”
৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন উইকেটে গিয়েছিলেন রশিদ, ১৬০ রানে তখন আফগানিস্তানের নেই ৭ উইকেট। সেখান থেকে গুলবদিন নাইবের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন কেবল ৫৬ বলে। আফগানিস্তান তুলে ফেলে ২৫৫ রান।
আবু ধাবির মন্থর উইকেটে আফগানদের অসাধারণ স্পিন আক্রমণ সামলে এই রান তাড়া ছিল কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে সেই চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে। তার ইনিংসটিই ম্যাচের মোড় বদলে দিয়েছে এবং গতিপথ তৈরি করে দিয়েছে, রশিদ সেটি বলে দিলেন দ্বিধা ছাড়াই।
“এই ধরনের ম্যাচে ফিনিশিংটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমার চাওয়া ছিল শেষ পর্যন্ত খেলা এবং যত বেশি সম্ভব রান করা। ওই সময়ই আমরা মোমেন্টাম পেয়ে যাই। আমরা জানতাম, এই উইকেটে আড়াইশ বেশ ভালো স্কোর, বিশেষ করে আমাদের বোলিং আক্রমণের জন্য।”
“আমরা জানতাম এই উইকেটে কত রান লাগবে আমাদের। আমার ইনিংসটি মোমেন্টাম বদলে দিয়ে দলকে সেই স্কোরে নিয়ে গেছে।”
রশিদের ঝড়ে শেষ ৬ ওভারে ৭৪ রান তুলেছে আফগানিস্তান। বাংলাদেশ ম্যাচের লাগাম হাতছাড়া করে ফেলে তখনই। যেটা আর ফিরে আসেনি পরেও।
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে