১০ রানে ৮ উইকেট নিয়ে নাদিমের বিশ্ব রেকর্ড

ভারতীয় ব্যাটসম্যানদের এশিয়া কাপের প্রস্তুতিতে সহায়তা করতে কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন শাহবাজ নাদিম। সেখান থেকে ফিরে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন বাঁহাতি এই স্পিনার। ঝাড়খন্ডের হয়ে মাত্র ১০ রানে নিয়েছেন ৮ উইকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 11:42 AM
Updated : 20 Sept 2018, 11:42 AM

চেন্নাইয়ে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ২৯ বছর বয়সী নাদিমের দুর্দান্ত বোলিংয়ে ২৮ ওভার ৩ বলে ৭৩ রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। ১৪ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ছোট লক্ষ্য ছুঁয়ে ফেলে ঝাড়খন্ড।

১০ ওভার শেষে রাজস্থানের স্কোর ছিল বিনা উইকেটে ৩০। নাদিমের স্পিনে বিভ্রান্ত হয়ে তিন অঙ্ক ছোঁয়ার আগেই থমকে যায় দলটির ইনিংস।

১০ ওভারের মধ্যে চারটি মেডেন নেন নাদিম। নিজের ষষ্ঠ ও সপ্তম ওভার মিলিয়ে করেন হ্যাটট্রিক। প্রতিপক্ষের প্রথম আটটি উইকেটই নেন তিনি। 

৫০ ওভারের ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ভারতের আরেক স্পিনার রাহুল সাংভির অধিকারে। ১৯৯৮-৯৮ মৌসুমে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ১৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।