আফগানদের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
অনীক মিশকাত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2018 05:06 PM BdST Updated: 21 Sep 2018 12:47 AM BdST
-
ছবি: এসিসি
-
-
ছবি: এসিসি
-
আফগানিস্তানের সঙ্গে পেরেই উঠছে না বাংলাদেশ। গত জুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কাছে হোয়াইওয়াশড হওয়া দলটি এবার হেরেছে ওয়ানডেতে। মাশরাফি বিন মুর্তজার দলকে গুঁড়িয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে আফগানিস্তান।
আফগানিস্তানের ১৩৬ রানের জয়
৪৭ বল বাকি থাকতে বাংলাদেশকে থামিয়ে দিলেন মুজিব উর রহমান। রুবেল হোসেনকে ফিরিয়ে আফগানিস্তানকে ১৩৬ রানের বড় জয় এনে দিয়েছেন এই স্পিনার।
৪২.১ ওভারে ১১৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। তিনটি চারে ২৬ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।
আফগানিস্তানের রশিদ, মুজিব ও গুলবাদিন নাইব নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: (লক্ষ্য ২৫৬) ৪২.১ ওভারে ১১৯ (লিটন ৬, শান্ত ৭, সাকিব ৩২, মুমিনুল ৯, মিঠুন ২, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ২৬*, মিরাজ ৪, মাশরাফি ০, আবু হায়দার ১, রুবেল ০; আফতাব ১/১১, মুজিব ২/২২, গুলবাদিন ২/৩০, নবি ১/২৪, শেনওয়ারি ০/১২, রশিদ ২/১৩, রহমত ১/৭)
রান আউট আবু হায়দার
জয়ের আরও কাছে গেলো আফগানিস্তান। রান আউট হয়ে ফিরে গেছেন আবু হায়দার।
বোলার রশিদ খানের থ্রো সরাসরি স্টাম্প ভেঙে দিলে নবম উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ১ রান করে ফিরেন আবু হায়দার।
৪২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১১৯/৯। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী রুবেল হোসেন।
ছক্কার চেষ্টায় ফিরলেন মাশরাফি
বোলিংয়ে ফিরে আঘাত হেনেছেন মোহাম্মদ নবি। ফিরিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজাকে।
অফ স্পিনারকে ছক্কায় উড়াতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। বল অনেক উঁচুতে উঠলেও যায়নি, বেশিদূর। ডিপ মিডউইকেটে ক্যাচ মুঠোয় নেন আফতাব আলম।
১১ বল খেলে শূন্য রানে ফিরেন মাশরাফি। ৩৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১১২/৮। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী আবু হায়দার।
দ্রুত ফিরলেন মিরাজ
বোলিংয়ে এসেই উইকেট নিয়েছেন রহমত শাহ। ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজকে।
অফ স্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে ওড়াতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। টাইমিং করতে পারেননি, সহজ ক্যাচ যায় হাশমতউল্লাহ শহিদির কাছে।
১০ বলে ৪ রান করে ফিরেন মিরাজ। তার বিদায়ের সময় ৩৩.১ ওভারে বাংলাদেশের স্কোর ১০০/৭। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী মাশরাফি বিন মুর্তজা।
মাহমুদউল্লাহর বিদায়ে বিপদ বাড়ল বাংলাদেশের
দেরিতে বোলিং আসা রশিদ খান ভোগাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। লেগ স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহ।
রশিদের গুগলি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ব্যাটের কানা ফাঁকি দিয়ে অফ স্টাম্পে আঘাত হানে বল। ৫৪ বলে ২৭ রান করে ফিরে যান মাহমুদউল্লাহ।
৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯১/৬। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
সাকিবের প্রতিরোধ ভাঙলেন রশিদ
সাকিব আল হাসানের প্রতিরোধ ভাঙলেন রশিদ খান। লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
জায়গায় দাঁড়িয়ে রশিদের সোজা বল খেলতে চেয়েছিলেন সাকিব। ব্যাট ছোঁয়াতে পারেননি, বল আঘাত হানে প্যাডে। ৫৫ বল খেলে ৩২ রান করেন সাকিব। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি!
২৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭৯/৫। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মোসাদ্দেক হোসেন।
মাহমুদউল্লাহর ব্যাটে প্রথম বাউন্ডারি
পঞ্চদশ ওভারে প্রথমবারের মতো কোনো বল সীমানার বাইরে পাঠাতে পারল বাংলাদেশ। চার দিয়ে রানের খাতা খুললেন মাহমুদউল্লাহ।
গুলবাদিন নাইবের ফুল লেংথ বল ঠিক মতো খেলতে পারেননি মাহমুদউল্লাহ। ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে চলে যায় সীমানার বাইরে।
১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৯/৪। সাকিব আল হাসান ১৮ ও মাহমুদউল্লাহ ৫ রানে ব্যাট করছেন।
মিঠুনকে হারিয়ে বিপদে বাংলাদেশ
অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনলেন মোহাম্মদ মিঠুন। টানা দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে দিলেন গুলবাদিন নাইব।
স্টাম্পের বাইরে সাদামাটা এক বলে পাঞ্চ করতে চেয়েছিলেন আগের ম্যাচে ফিফটি করা মিঠুন। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে বল লাগে স্টাম্পে।
৭ বলে ২ রান করে ফিরে যান মিঠুন। তার বিদায়ের সময় ১৪.১ ওভারে বাংলাদেশের স্কোর ৪৩/৪।
রিভিউ নিয়ে মুমিনুলকে ফেরাল আফগানিস্তান
মুমিনুল হককে নিয়ে সাকিব আল হাসানের প্রতিরোধ চেষ্টা ভেস্তে দিলেন গুলবাদিন নাইব। ২০১৫ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা মুমিনুলকে ফিরিয়ে দিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
লেগ স্টাম্পের বাইরের বল মুমিনুলের ব্যাটের কানা ছুয়ে জমা পড়ে মোহাম্মদ শাজাদের গ্লাভসে। আম্পায়ার আউটের আবদেন সাড়া না দিয়ে ওয়াইড দিলে রিভিউ নেয় আফগানিস্তান।
রিভিউয়ে বলে ব্যাটের স্পর্শের প্রমাণ মেলে। ১৭ বলে ৯ রান করে কট বিহাইন্ড হয়ে ফিরে যান মুমিনুল। তার বিদায়ের সময় ১২.২ ওভারে বাংলাদেশের স্কোর ৩৯/৩। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মোহাম্মদ মিঠুন।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
পাওয়ার প্লেতে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। দলকে টানছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুমিনুল হক।
১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩১/২। সাকিব ১১ ও মুমিনুল ৫ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের দুটি উইকেটই নিয়েছেন স্পিনার মুজিব উর রহমান।
আফগানদের আঁটসাঁট বোলিংয়ে রানেরর জন্য সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। পাওয়ার প্লেতে আসেনি কোনো বাউন্ডারি।
টিকলেন না লিটনও
নাজমুল হোসেন শান্তর পর দ্রুত ফিরে গেলেন লিটন দাস। আফতাব আলমের বলে এলবিডব্লিউ হয়ে গেছেন এই ওপেনার।
পেসার আফতাবের ভেতরে ঢোকা বল পা বাড়িয়ে ব্যাটে খেলতে পারেননি লিটন। আম্পায়ার এলবিডব্লিউ দিলে নন স্ট্রাইকার সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে রিভিউ নেন এই কিপার ব্যাটসম্যান। তাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
১৪ বলে ৬ রান করে ফিরে যান লিটন। তার বিদায়ের সময় ৪.৫ ওভারে বাংলাদেশের স্কোর ১৭/২। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুমিনুল হক।
শুরুতেই ফিরলেন শান্ত
অভিষেকটা ব্যাটিংয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। তাকে ফিরিয়ে চতুর্থ ওভারে উদ্বোধনী জুটি ভাঙলেন মুজিব উর রহমান।
আফগান স্পিনারকে বেরিয়ে এসে উড়াতে চেয়েছিলেন শান্ত। ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে সহজ যায় পয়েন্টে।
১৩ বলে ৭ রান করে ফিরেন শান্ত। তার বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ৩.৪ ওভারে ১৫/১। ক্রিজে লিটন দাসের সঙ্গী সাকিব আল হাসান।
বাংলাদেশের সামনে ২৫৬ রানের লক্ষ্য
শেষটায় ঝড় তুললেন রশিদ খান। দারুণ সঙ্গ পেলেন গুলবাদিন নাইবের কাছ থেকে। অষ্টম ওভারে ৯.১ ওভারে তাদের ৯৫ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পেল আফগানিস্তান। জিততে ২৫৬ রান করতে হবে বাংলাদেশকে।
রশিদ অপরাজিত থাকেন ৫৭ রানে। হাশমতউল্লাহ শহিদি করেন ৫৮ রান। গুলবাদিন নাইব অপরাজিত থাকেন ৪২ রানে।
৪২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। ৫০ রানে দুই উইকেট নেন অভিষিক্ত পেসার আবু হায়দার।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৫০ ওভারে ২৫৫/৭ (শাহজাদ ৩৭, ইহসানউল্লাহ ৮, রহমত ১০, হাশমতউল্লাহ ৫৮, আসগর ৮, শেনওয়ারি ১৮, নবি ১০, গুলবাদিন, রশিদ; রুবেল ১/৩২, আবু হায়দার ২/৫০, মিরাজ ০/২১, মাশরাফি ০/৬৭, সাকিব ৪/৪২, মোসাদ্দেক ০/১৮, মুমিনুল ০/১৫, মাহমুদউল্লাহ ০/৫)
রশিদের ঝড়ো ফিফটি
জন্মদিনে নিজেকে দারুণ এক উপহার দিলেন রশিদ খান। ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন তিনি।
৩১ বলে পঞ্চাশে পৌঁছানো রশিদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৭ রানে। তার ৩২ বলের ইনিংসটি গড়া ৮ চার ও ১ ছক্কায়।
গুলবাদিন-রশিদের পঞ্চাশ রানের জুটি
অষ্টম উইকেটে এসে নিজেদের প্রথম পঞ্চাশ রানের জুটি পেয়েছে আফগানিস্তান। ৩৯ বলে এসেছে গুলবাদিন নাইব ও রশিদ খানের পঞ্চাশ রানের জুটি।
ক্রিজে এসেই বোলারদের ওপর চড়াও হন রশিদ। পরে শট খেলতে শুরু করেন গুলবাদিন। তাদের ব্যাটে দ্রুত এগোচ্ছে আফগানিস্তান।
৪৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২২৯ রান। গুলবাদিন ৩৭ ও রশিদ ৩৬ রানে ব্যাট করছেন।
আফগানিস্তানের দুইশ
গুলবাদিন নাইব ও রশিদ খানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত এগোচ্ছে আফগানিস্তান। ৪৬তম ওভারে দুইশ রানে গেছে দলটির সংগ্রহ।
রুবেল হোসেনের করা ৪৫তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৭ রান তুলে নেন রশিদ-গুলবাদিন। এগিয়ে যায় আফগানিস্তান।
৪৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২০৩/৭। গুলবাদিন ২৫ ও রশিদ ২৫ রানে ব্যাট করছেন।
সাকিবের চতুর্থ শিকার নবি
আক্রমণে ফিরেই আঘাত হানলেন সাকিব আল হাসান। এলবিডব্লিউর ফাঁদে ফেললেন অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবিকে।
অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল সুইপ করতে চেয়েছিলেন নবি। তার ব্যাটের কানা ফাঁকি দিয়ে বল আঘাত হানে পেছনের পায়ে। এলবিডব্লিউ হয়ে ফিরে যান আফগান অলরাউন্ডার।
২৪ বলে ১০ রান করেন নবি। ৪১ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ১৬১ রান।
হাশমতউল্লাহর প্রতিরোধ ভাঙলেন রুবেল
দ্বিতীয় স্পেলে ফিরে সাফল্য পেলেন রুবেল হোসেন। ফিরিয়ে দিলেন ফিফটি পাওয়া হাশমতউল্লাহ শহিদিকে।
দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে কেবল ২ রান দেন রুবেল। পরেরটি উইকেট-মেডেন। তার অফ স্টাম্পের বাইরের বল কিপারের পাশ দিয়ে পাঠাতে চেয়েছিলেন হাশমতউল্লাহ। বল ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
৯২ বলে তিন চারে ৫৮ রান করে ফিরে যান হাশমতউল্লাহ। ৩৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৫০/৬।
সাকিবের তৃতীয় শিকার সামিউল্লাহ
প্রয়োজনের সময় আবার উইকেট এনে দিলেন সাকিব আল হাসান। সামিউল্লাহ শেনওয়ারিকে বোল্ড করে জুটি ভাঙলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিবের স্পিন করে ভেতরে ঢোকা বলে চড়াও হতে চেয়েছিলেন সামিউল্লাহ। বল তার ব্যাটের কানা ফাঁকি দিয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। পঞ্চম উইকেট হারায় আফগানিস্তান, তৃতীয় উইকেট পান সাকিব।
৩১ বলে ১৮ রান করে ফিরেন সামিউল্লাহ। ৩৪ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৪১/৫।
হাশমতউল্লাহর ফিফটি
ওয়ানডেতে হাশমতউল্লাহর ফিফটিতে এগোচ্ছে আফগানিস্তান। মুমিনুল হককে চার হাঁকিয়ে ৮১ বলে পঞ্চাশে যান আফগান মিডল অর্ডার ব্যাটসম্যান।
বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে নিজেকে গুটিয়ে রেখেছেন হাশমতউল্লাহ। পঞ্চাশ ছোঁয়ার পথে তার ব্যাট থেকে আসে মোটে তিনটি বাউন্ডারি।
৩২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১৩৫/৪। হাশমতউল্লাহ ৫২ ও সামিউল্লাহ শেনওয়ারি ১৬ রানে ব্যাট করছেন।
সাকিবের বলে বোল্ড আসগর
মোহাম্মদ শাহজাদকে ফেরানোর পর আসগর আফগানকে বিদায় করলেন সাকিব আল হাসান। তার দ্বিতীয় উইকেটে চাপে আফগানিস্তান।
সাকিবের বাঁহাতি স্পিন বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন আসগর। বলে ব্যাটে করতে না পেরে বোল্ড হয়ে যান আফগান অধিনায়ক। ১৬ বলে তিনি করেন ৮ রান। ২৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১০৩/৪।
আফগানিস্তানের একশ
২৫তম ওভারের শেষ বলে তিন অঙ্কে গেছে আফগানিস্তানের সংগ্রহ। দ্রুত দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে দলটি। থিতু হয়ে মোহাম্মদ শাহজাদও ফিরে যাওয়ায় রানে গতি বাড়াতে পারেনি আফগানিস্তান।
২৫ ওভার শেষে আফগানদের স্কোর ১০১/৩। হাশমতউল্লাহ শাহিদি ৩৪ ও আসগর আফগান ৮ রানে ব্যাট করছেন।
শাহজাদকে ফেরালেন সাকিব
মন্থর শুরুর পর রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছিলেন মোহাম্মদ শাহজাদ, তবে ঝড় তোলার আগেই বিস্ফোরক এই ওপেনারকে ফিরিয়েছেন সাকিব আল হাসান।
বাঁহাতি স্পিনারের আগের বলে চার হাঁকিয়েছিলেন শাহজাদ। পরের বলটি উড়াতে চেয়েছিলেন লংঅন দিয়ে। কিন্তু কিছুটা দৌড়ে গিয়ে দুর্দান্ত এক ক্যাচে শাহজাদকে বিদায় করে দেন আবু হায়দার।
৪৭ বলে চার বাউন্ডারিতে ৩৭ রান করে ফিরেন আফগান ওপেনার। ২০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৮০/৩।
পাওয়ার প্লেতে ২ উইকেট
পাওয়ার প্লেতে ইহসানউল্লাহ ও রহমত শাহকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন অভিষিক্ত পেসার আবু হায়দার।
১০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৩৭/২। মোহাম্মদ শাহজাদ ১৩ ও হাশমতউল্লাহ শহিদি ৬ রানে ব্যাট করছেন।
নতুন বলে শুরু করেন রুবেল হোসেন ও আবু হায়দার। দুই পেসার ডানা মেলতে দেননি মোহাম্মদ শাহজাদকে। পাওয়ার প্লেতে বেঁধে রাখেন আফগান ব্যাটসম্যানদের। প্রথম ১০ ওভারে আসে মাত্র চারটি বাউন্ডারি।
রহমতকেও ফেরালেন আবু হায়দার
ষষ্ঠ ওভারে আবার আঘাত হানলেন আবু হায়দার। তরুণ বাঁহাতি পেসার ফিরিয়ে দিলেন আগের ম্যাচে ফিফটি করা রহমত শাহকে।
রহমতকে আগের চারটি বল ডট খেলান আবু হায়দার। পঞ্চম বলটি অ্যাঙ্গেলে ভেতরে ঢোকান তিনি। পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন রহমত কিন্তু ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প এলোমেলো করে দেয় বল।
১৭ বলে ১০ রান করে ফিরে যান রহমত। ৬ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২৮/২।
অভিষেকে প্রথম ওভারেই আবু হায়দারের উইকেট
অভিষেকে নিজের প্রথম ওভারে উইকেট পেলেন আবু হায়দার। বাঁহাতি এই পেসার ফিরিয়ে দিলেন ইহসানউল্লাহকে।
দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি তুলে দেন ইহসানউল্লাহ। চতুর্থ বলে তার পুনরাবৃত্তির চেষ্টায় ফিরেন কাভারে মোহাম্মদ মিঠুনের চমৎকার ক্যাচে পরিণত হয়ে।
দ্বিতীয় ওভারে ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। ২ ওভার শেষে দলটির স্কোর ১১/১।
আফগানিস্তান দলে নাজিবউল্লাহর জায়গায় শেনওয়ারি
একটি পরিবর্তন এসেছে আফগানিস্তান দলে। নাজিবউল্লাহ জাদরানের জায়গায় একাদশে ফিরেছেন সামিউল্লাহ শেনওয়ারি।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, আসগর আফগান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, ইহসানউল্লাহ জানাত।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন
চোটের জন্য এশিয়া কাপ শেষ হয়ে গেছে তামিম ইকবালের। পিঠের ব্যথার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।
ওয়ানডে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি পেসার আবু হায়দারের। ২০১৫ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, টস জিতে ব্যাটিং নিতেন তিনিও।
-
ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ