‘রশিদ-মুজিবকে সামলানোর উপায় সব দলই খুঁজছে’
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2018 10:05 PM BdST Updated: 19 Sep 2018 10:05 PM BdST
আগে ছিল কেবল রশিদ খান। এখন যোগ হয়েছে মুজিব উর রহমান। আফগানিস্তানের দুই স্পিনারকে সামলাতে ত্রাহি মধুসূদন অবস্থা ব্যাটসম্যানদের। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেও যথারীতি আলোচনায় এই দুজন। দুই স্পিনারকে সামলানো যায় কিভাবে? মাশরাফি বিন মুর্তজা বললেন, উত্তরটা খুঁজছে সব দলই।
দুই স্পিনারের ধরন আলাদা। কিন্তু দুজনই দারুণ কার্যকর। মুজিবকে কোন ঘরানার স্পিনার বলা যায়, সেটি নিয়ে গবেষণা হতে পারে। মূলত মনে হয় অফ স্পিনার। কিন্তু তিনিই আবার গুগলি করেন, ক্যারম বল করেন, লেগ ব্রেক করেন।
লেগ স্পিনার রশিদের বোলিংয়ে এতটা রহস্য নেই। কিন্তু একটু জোরের ওপর করা লেগ স্পিনে তিনি হয়ে উঠেছেন রঙিন পোশাকে সময়ের অন্যতম সেরা স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছর কাটিয়ে দিয়েছেন। সব দলই জানে, তার হাত থেকে কোন ধরনের বল বেরিয়ে আসছে। তার পরও মিলছে না সমাধান। তার লেগ স্পিন, তার গুগলি পড়তে হিমশিম খাচ্ছে সব দলই।
গত জুনে টি-টোয়েন্টি সিরিজে এই দুই স্পিনারই বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। তবে মাশরাফি মনে করিয়ে দিলেন, তাদের সামনে ভোগান্তিতে পড়তে হয় সব দলকেই।
“দুইজন বোলার মূলত (রশিদ ও মুজিব) ওদের দলকে বদলে দিয়েছে। এটা ঠিক। প্রতিটি দলই ওদের বিপক্ষে লড়াই করছে। এটা নতুন কিছু নয়। এখন ওদেরকে কিভাবে খেলা যায়, এটা ওই ব্যাটসম্যানের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করছে এবং করবে। ধরেই নিতে হবে ওরা ভালো বোলিং করবে। এটাকে কিভাবে সামলানো যায়, সেটিই গুরুত্বপূর্ণ। ওদেরকে সামলাতে পারলে ম্যাচটি সহজ হবে।”
সামলাতে পারলে ম্যাচ সহজ হবে, এটি নিয়ে সংশয় নেই। কিন্তু কিভাবে সামলানো যায়? মাশরাফি স্কিলের চেয়ে বেশি জোর দিলেন মানসিকতায়।

“সাহসিকতার সঙ্গে খেলতে হবে। ঝুঁকির ব্যাপার থাকবেই। এই ধরনের বিশ্বমানের বোলারদের বিপক্ষে কিছু করতে গেলে ঝুঁকি থাকবেই। কিন্তু ব্যাপার হলা, ঝুঁকির কথা ভেবেই ব্যাটসম্যানরা আরও দ্বিধায় পড়ে যায়। খোলা মন নিয়ে খেলতে হবে।”
জুনের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে বিভিন্ন ধরনের কৌশলই চেষ্টা করেছিল দল। লাভ তাতে খুব বেশি হয়নি। মাশরাফি যদিও বলছেন, টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে ধরনটা আলাদা বলেই এই দুই স্পিনারকে সামলানোর উপায়ও অপেক্ষাকৃত সহজ।
“টি-টোয়েন্টিতে যেটা হয়, আক্রমণ করতেই হবে। দুজনের ৮ ওভার দেখে খেলে বাকি ১২ ওভারে তো ম্যাচ জেতা যাবে না। সেখানে আক্রমণ করতেই হয়। ওয়ানডেতে একটু মাথা খাটিয়ে যদি খেলা যায়, এক-দুই নিয়ে যদি খেলা যায়, ওদের ১০ ওভারে ৩৫-৪০ নিলেই হয়। এভাবে ওয়ানডেতে খেলা যায়। সেই চেষ্টা করতে হবে। আর ওরাও যে বাজে বল করে না তা নয়। বাজে বলের ফায়দা পুরোটা নিতে হবে।”
“এরপরও বলতে হবে, ওদের বিপক্ষে ব্যাট করা এত সহজ নয়। বাড়তি চাপ না নিয়ে, স্বাভাবিক মানসিকতা নিয়ে খেলতে হবে। ওরা কি করবে না ভেবে, নিজের মতো প্রস্তুতি নিয়ে যেতে হবে।”
-
৭ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ৭ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ