হংকংকে উড়িয়ে দিল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2018 11:34 PM BdST Updated: 16 Sep 2018 11:34 PM BdST
-
ছবি: আইসিসি
-
ছবি: আইসিসি
পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি হংকং। বাছাইপর্ব পেরিয়ে আসা দলটিকে উড়িয়ে এশিয়া কাপে শুভসূচনা করেছে সরফরাজ আহমেদের দল।
‘এ’ গ্রুপের ম্যাচে ৮ উইকেটে জিতেছে পাকিস্তান। হংকংকে ১১৬ রানে গুটিয়ে দিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায় ১৫৮ বল বাকি থাকতে। সংযুক্ত আরব আমিরাতে সীমিত ওভারের ক্রিকেটে এটি পাকিস্তানের টানা চতুর্দশ জয়।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারানো হংকংয়ের ইনিংস থমকে যায় ১২.৫ ওভার বাকি থাকতে।
নিজাকাত খানের রান আউট দিয়ে হংকংয়ের দিক হারানোর শুরু, এহসান নওয়াজের রান আউট দিয়ে ইনিংসের সমাপ্তি। মাঝখানে দলটি গড়তে পারেনি তেমন কোনো জুটি।
মিডল অর্ডারে দুই চার আর এক ছক্কায় ২৭ রান করেন এজাজ খান; কিনচিত শাহ ২৬। এই দুই জনের বাইরে দুই অঙ্কে যান কেবল দুই ওপেনার।

ছবি: আইসিসি
ছোট রান তাড়ায় ধীর স্থির শুরু করেন ইমাম-উল-হক। আরেক ওপনার ফখর জামান ছিলেন দ্রুত রান তোলার চেষ্টায়। এহসান খানের শরীরের খুব কাছের বল কাট করতে গিয়ে তিনি কট বিহাইন্ড হলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে বাবর আজমও দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টায় ছিলেন। এহসানকে কাট করতে গিয়ে কিপারকে ক্যাচ দিয়ে ফিরেন তিনিও। ৩৬ বলে ৩৩ রান করার পথে দুই হাজার রানের মাইলফলকে পৌঁছান বাবর।
৪৫ ইনিংসে ২ হাজার রানে গিয়ে জহির আব্বাস ও কেভিন পিটারসেনের পাশে বসলেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ওয়ানডেতে এই মাইলফলকে পৌঁছাতে তাদের চেয়ে কম ইনিংস লেগেছে কেবল হাশিম আমলার (৪০)।
শোয়েব মালিককে নিয়ে বাকিটা সহজেই সারেন ইমাম। আগের পঞ্চাশ ছোঁয়া চারটি ইনিংসকেই তিন অঙ্কে নিয়ে যাওয়া বাঁহাতি ওপেনার অপরাজিত থাকেন ৫০ রানে। চার হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া মালিক করেন ৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ওভারে ৩৭.১ ওভারে ১১৬ (নিজাকাত ১৩, আনশুমান ১৯, বাবর ৭, কার্টার ২, শাহ ২৬, এহসান ০, এজাজ ২৭, স্কট ০, আফজাল ০, নওয়াজ ৯, নাদিম ৯*; আমির ০/২০, উসমান ৩/১৯, ফাহিম ১/১০, হাসান ২/১৯, শাদাব ২/৩১, মালিক ০/১৭, ফখর ০/০)
পাকিস্তান: ২৩.৪ ওভারে ১২০/২ (ফখর ২৪, ইমাম ৫০*, বাবর ৩৩, মালিক ৯*; আফজাল ০/১৩, নওয়াজ ০/২৭, এজাজ ০/১৯, এহসান ২/৩৪, নাদিম ০/২৭)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: উসমান খান
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে