চাপ কাটানোর কৃতিত্ব মিঠুনকে দিলেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2018 02:23 AM BdST Updated: 16 Sep 2018 02:24 PM BdST
-
ছবি: এসিসি
প্রথম ওভারে শূন্য রানে আউট লিটন দাস, সাকিব আল হাসান। পরের ওভারে চোট পেয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। পরিস্থিতি যথেষ্ট কঠিন ছিল মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের জন্য। কঠিন সেই সময় পার করে দিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া সতীর্থকে প্রশংসায় ভাসালেন ম্যাচ সেরা মুশফিক।
বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে মিঠুনের ১৩১ রানের দারুণ জুটি। মন্থর শুরুর পর দাপুটে ব্যাটিংয়ে গলায় চেপে বসা ফাঁস আলগা করেন মিঠুন। পরে শট খেলতে শুরু করেন মুশফিকও।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ১৩৭ রানের জয়ে সবচেয়ে বড় অবদান মুশফিকের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মিডল অর্ডার ব্যাটসম্যান কৃতিত্ব দিলেন মিঠুনকে।
“আমরা জানি, পরের রাউন্ডে যেতে আমাদের দুটি ম্যাচেই জিততে হবে। আমরা যেমন শুরু চেয়েছিলাম (ব্যাটিংয়ে) তেমনটা হয়তো পাইনি। সে সময় মিঠুন খুব ভালো ব্যাটিং করেছে।”
“আমার মনে হয়, উইকেট খুবই ভালো। শুরুতে আমরা খুব চাপে ছিলাম। সেটা কাটিয়ে উঠার কৃতিত্ব মিঠুনের। চাপের মধ্যে মিঠুন অসাধারণ একটি ইনিংস খেলেছে। ক্রিজে আসার পর আমার ওপর থেকে সম্পূর্ণ চাপটা সরিয়ে নিয়েছিল মিঠুন। এটা আমার কাজটা খুব সহজ করে দিয়েছিল।”
অষ্টম ওভারে প্রথম বাউন্ডারি আসে মুশফিকের ব্যাট থেকে। তবে থমকে থাকা রানের গতিতে দম দেন ৬৩ রানের দারুণ ইনিংস খেলা মিঠুন। স্পিনের বিপক্ষে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত এগোয় বাংলাদেশ। শুরুতে বোলাররা কিছুটা সহায়তা পাওয়ায় মিঠুনের ইনিংস আরও বেশি গুরুত্ব পাচ্ছে মুশফিকের কাছে।
“ওরা প্রথম দিকে ভালো জায়গায় অনেক বল করেছে। আমার মনে হয়, শুরুতে বল কিছুটা সুইংও করেছে। আমরা সেই সময়ে পরিস্থিতি অনুযায়ী খেলে এগিয়েছি।”
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ