বাংলাদেশকে নিয়ে 'হোমওয়ার্ক' সেরে নিয়েছে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2018 12:41 PM BdST Updated: 14 Sep 2018 12:41 PM BdST
পরস্পরের নাড়ী নক্ষত্র প্রায় জানা দুই দলের। এই বছরই তো তিন সংস্করণ মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে নয় বার। গত বছর সাত বার। নতুন লড়াইয়ের আগে প্রস্তুতিতে তবু কাঁটাছেড়া হচ্ছে প্রতিপক্ষ নিয়ে। এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে সেই হোমওয়ার্ক সেরে নিয়েছে শ্রীলঙ্কা, জানালেন ব্যাটসম্যান কুসল পেরেরা।
শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই শুরু এবারের এশিয়া কাপ। এটি শুধু নতুন একটি টুর্নামেন্টের ম্যাচই নয়, দুই দলের সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়। গত জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচ ও ফাইনাল জিতে নেয় লঙ্কানরা। মার্চে শ্রীলঙ্কায় গিয়ে টি-টোয়েন্টিতে লঙ্কানদের দু্ইবার হারিয়ে এসেছে বাংলাদেশ।
এবারের লড়াই নিরপেক্ষ ভেন্যুতে। তিন দলের গ্রুপ পর্ব থেকে দুটি দল উঠবে পরের রাউন্ডে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আক্রমণাত্মক ব্যাটসম্যান কুসল পেরেরা বললেন, বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চান তারা।
"দল হিসেবে আমরা দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের ওপর আমাদের আস্থা প্রবল। আমরা একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। হোমওয়ার্ক সেরে নিয়েছি আমরা। প্রথমে আমরা বাংলাদেশের মুখোমুখি। চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে, তার পর দেখা যাক ফলাফল কেমন হয়।"
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
-
বৃষ্টিতে খেলা বন্ধ
-
ব্যাটিং ঝলকের পর বল হাতেও বিধ্বংসী বুমরাহ, চাপে ইংল্যান্ড
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টিতে খেলা বন্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন