যুব এশিয়া কাপের বাংলাদেশ দলে রিশাদ-শরিফুল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চূড়ান্ত দলে প্রতাশিতভাবেই আছেন সম্ভাবনাময় লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 01:13 PM
Updated : 12 Sept 2018, 01:13 PM

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের যুব এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তৌহিদ হৃদয়। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শামিম হোসেন।

দুই ভেন্যূতে হবে এবারের প্রতিযোগিতা। 'এ' গ্রুপের ম্যাচগুলো হবে ঢাকায়। এই গ্রুপের দলগুলো হলো: ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর 'বি' গ্রুপের ম্যাচগুলো হবে চট্টগ্রামে। এই গ্রুপে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

সেমি-ফাইনাল ও ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অনূর্ধ্ব-১৯ দল: তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাজিদ হাসান, প্রান্তিক নওরোজ, অমিত হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দিপু, রকিবুল হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরন্য