পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে সিডল, ফিঞ্চ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরেছেন পেসার পিটার সিডল ও ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 08:53 AM
Updated : 11 Sept 2018, 08:53 AM

জায়গা হারিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পিটার হ্যান্ডসকম। দুই ম্যাচের সিরিজে দলে জায়গা হয়নি জো বার্নস ও রিচার্ডসনেরও।

১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন এখনও কোনো টেস্ট না খেলা ট্র্যাভিস হেড। ম্যাট রেনশর কাভার হিসেবে দলে এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মারনাস লাবাসচাগনে।

ডাক পেয়েছেন দুই পেসার ব্রেন্ডন ডগেট ও মাইকেল নেজার। স্পিন আক্রমণে অ্যাশটন অ্যাগার ও ন্যাথান লায়নের সঙ্গী জন হল্যান্ড। আছেন মার্শদের দুই ভাই শন ও মিচেল।

৭ অক্টোবর দুবাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। ১৬ অক্টোবর আবু ধাবিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সংযুক্ত আরব আমিরাতে পরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে অস্ট্রেলিয়া।

টেস্টের অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যাশটন অ্যাগার, ব্রেন্ডন ডগেট, অ্যারন ফিঞ্চ, ট্র্যাভিস হেড, জন হল্যান্ড, উসমান খাওয়াজা, মারনাস লাবাসচাগনে, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, মাইকেল নেজার, ম্যাথু রেনশ, পিটার সিডল, মিচেল স্ট্যার্ক।