কুক, রুটের সেঞ্চুরির পর বিপদে ভারত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2018 11:48 PM BdST Updated: 11 Sep 2018 12:14 AM BdST
প্রথম ইনিংসে আশা জাগিয়েও তিন অঙ্কের দেখা পাননি অ্যালেস্টার কুক। দ্বিতীয় ইনিংসে তাকে ঠেকিয়ে রাখতে পারল না ভারত। বিদায়ী টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন কুক। তিন অঙ্কের দেখা পেলেন জো রুটও। তাদের ব্যাটে পঞ্চম টেস্টে জয়ের পথে ইংল্যান্ড।
ওভাল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। লোকেশ রাহুল ৪৬ ও অজিঙ্কা রাহানে ১০ রানে ব্যাট করছেন।
৪৬৪ রানের বড় লক্ষ্য তাড়ায় ভারতের শুরুটা হয় খুব বাজে। তৃতীয় ওভারে চার বলের মধ্যে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারাকে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। অতিথিদের দুই ব্যাটসম্যানই পড়েন এলবিডব্লিউর ফাঁদে।
পরের ওভারে মেলে আরও বড় উইকেট। ভারত অধিনায়ক বিরাট কোহলিকে গোল্ডেন ডাকের স্বাদ দেন স্টুয়ার্ট ব্রড।
বাকি সময়টা দুই মেজাজের ব্যাটিংয়ে কাটিয়ে দেন রাহুল ও রাহানে। ৫১ বলে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৮ চারে রাহুল করেন ৪৬। ৪৭ বলে ১ চারে রাহানের রান ১০।

এর আগে কেনিংটন ওভালে ২ উইকেটে ১১৪ রান নিয়ে সোমবারের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম সেশনে কুক ও রুটকে বিচ্ছিন্ন করতে পারেননি ভারতীয় বোলাররা।
শুরুতেই পঞ্চাশ ছুঁয়ে ফেলেন কুক, খানিক পর অধিনায়ক রুট। দুই জনের ব্যাটে এগোতে থাকে ইংল্যান্ড। লাঞ্চের আগেই কুক পৌঁছে যান তিন অঙ্কে, জায়গা করে নেন ইতিহাসের পাতায়।
রেগি ডাফ, বিল পন্সফোর্ড, গ্রেগ চ্যাপেল ও মোহাম্মদ আজহারউদ্দিনের পর মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক আর বিদায়ী টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন কুক।
২০০৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটের শুরুটা সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। সেই একই প্রতিপক্ষকে পুড়িয়ে শেষটাও রাঙালেন কুক।
বিদায়ী টেস্টে ব্যাটিংয়ে আসার সময় কুককে গার্ড অব অনার দেন ভারতীয় ক্রিকেটাররা। সেঞ্চুরির পর হাত মেলান ইংলিশ ওপেনারের সঙ্গে। গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান কুককে।

পরের বলে কট বিহাইন্ড হয়ে যান কুক। নিজের সবশেষ টেস্ট ইনিংসে ১৪ চারে ১৮৬ বলে করেন ১৪৭ রান। এই ইনিংস খেলার পথে কুমার সাঙ্গাকারাকে (১২৪০০) পিছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার পাঁচ নম্বরে উঠে আসেন কুক (১২৪৭২)।
বড় জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। বিহারির হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া বেন স্টোকস ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ৩৬ বলে করেন ৩৭ রান।
স্যাম কারান ও আদিল রশিদের ব্যাটে চারশ ছাড়ায় ইংল্যান্ডের সংগ্রহ। কারানকে বিহারি ফিরিয়ে দেওয়ার পর ৮ উইকেটে ৪২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন রুট।
অফ স্পিনে বিহারি ৩৭ রানে নেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ১৭৯ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৩২
ভারত প্রথম ইনিংস: ২৯২
ইংল্যান্ড ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১১৪/২) ১১২.৩ ওভারে ৪২৩/৮ ডিক্লে. (কুক ১৪৭, জেনিংস ১০, মইন ২০, রুট ১২৫, বেয়ারস্টো ১৮, স্টোকস ৩৭, বাটলার ০, কারান ২১, রশিদ ২০*; বুমরাহ ০/৬১, ইশান্ত ০/১৩, শামি ২/১১০, জাদেজা ৩/১৭৯, বিহারি ৩/৩৭)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৬৪) ১৮ ওভারে ৫৮/৩ (রাহুল ৪৬, ধাওয়ান ১, পুজারা ০, কোহলি ০, রাহানে ১০*; অ্যান্ডারসন ২/২৩, ব্রড ১/১৭, মইন ০/৮, কারান ০/১, স্টোকস ০/৮)
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
-
এই সিরিজে ভারতই সেরা, ওয়ার্নের রায়
-
‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
-
জয়ের দুয়ারে ইংল্যান্ড
-
বাংলাদেশের স্পিন চতুষ্টয় ভুলছে না উইন্ডিজ
-
দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার