জেমস অ্যান্ডারসনের শাস্তি

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তি পেয়েছেন জেমস অ্যান্ডারসন। একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই ইংলিশ পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2018, 10:50 AM
Updated : 9 Sept 2018, 10:50 AM

বিরাট কোহলির বিরুদ্ধে একটি এলবিডব্লিউর আবেদন নিয়ে আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে তর্কে জড়ানোয় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও দিতে হবে অ্যান্ডারসনকে।

ওভাল টেস্টে ভারতের ইনিংসের সেটি ২৯তম ওভারের ঘটনা। সে সময়ে ১৬ রানে ব্যাট করা কোহলির প্যাডে বল আঘাত হানলে এলবিডব্লিউর আবেদন করে ইংলিশরা। তাতে ধর্মসেনা সাড়া না দিলে রিভিউ নেন জো রুট। আম্পায়ার্স কলে বেঁচে যান ভারত অধিনায়ক।

ওভার শেষে ধর্মসেনার কাছ থেকে ক্যাপ ও জাম্পার নেওয়ার সময় ‘আক্রমণাত্মক ভঙ্গিতে’ কথা বলেন অ্যান্ডারসন। সেই কাণ্ডের জন্যই অভিজ্ঞ এই পেসারকে শাস্তি দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রইফ।

অ্যান্ডারসন দোষ স্বীকার করেন, শাস্তিও মেনে নেন তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

২০১৬ সালে আইসিসি নতুন কোড অব কন্ডাক্ট চালু করার পর এই প্রথম শাস্তি পেলেন অ্যান্ডারসন।