শেষ বেলার উইকেটে চাপে ভারত

টপ অর্ডারের দুই ব্যাটসম্যান লোকেশ রাহুল ও চেতেশ্বর পুজারার পর অধিনায়ক বিরাট কোহলিও ফিরেছেন থিতু হয়ে। ভালো শুরুর পর শেষ বেলায় দ্রুত উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে চাপে পড়েছে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2018, 06:07 PM
Updated : 8 Sept 2018, 06:07 PM

কেনিংটন ওভালে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১৭৪ রান। অভিষিক্ত হনুমা বিহারি ২৫ ও রবীন্দ্র জাদেজা ৮ রানে ব্যাট করছেন।

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩৩২ রানে থামিয়ে দেওয়া ভারত পিছিয়ে ১৫৮ রানে।

দ্বিতীয় ওভারে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। শিখর ধাওয়ানকে এলবিডব্লিউ করে দেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন রাহুল-পুজারা।

দুর্দান্ত এক ডেলিভারিতে রাহুলকে বোল্ড করে ভারতের প্রতিরোধ ভাঙেন স্যাম কারান। শুরুতে একবার জীবন পাওয়া পুজারাকে কট বিহাইন্ড করেন জেমস অ্যান্ডারসন। পরের ওভারে ফিরে অজিঙ্কা রাহানেকে শূন্য রানে ফেরান তিনি।

আক্রমণ থেকে অ্যান্ডারসন-ব্রড সরে যেতেই আলগা হয়ে পড়ে ফাঁস। কারান, বেন স্টোকসের বলে একের পর এক বাউন্ডারিতে দ্রুত এগিয়ে যায় ভারত।

বিহারির সঙ্গে ওয়ানডে গতিতে ৫১ রানের জুটি গড়া কোহলিকে বিদায় করে দলকে ম্যাচে ফেরান স্টোকস। ভারত অধিনায়ক ৬ চারে ৭৯ বলে করেন ৪৯ রান।

পরের ওভারে স্টোকসের বলে স্লিপে অ্যালেস্টার কুকের হাতে ধরা পড়েন পান্ত। পরপর দুই ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন বিহারি ও জাদেজা। ৫০ বলের ছোট্ট ইনিংসে কয়েকবার আউট হতে হতে বেঁচে গেছেন নিজের প্রথম টেস্ট খেলতে নামা বিহারি। লিড নিতে বা ইংল্যান্ডের কাছাকাছি সংগ্রহ গড়তে তিনিই ভারতের সবচেয়ে বড় ভরসা।

এর আগে ৭ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। টেল এন্ডারদের নিয়ে দারুণ লড়াইয়ে দলকে তিনশ রানে নিয়ে যান জস বাটলার।

শুরুতেই আদিল রশিদকে ফিরিয়ে দেন জাসপ্রিত বুমরাহ। তবে নবম উইকেট জুটি ভাঙতে লম্বা সময় অপেক্ষা করতে হয় অতিথিদের। বাটলারের সঙ্গে ৯৮ রান যোগ করেন ব্রড।

তিন পেসার বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি ভাঙতে পারেননি স্বাগতিকদের প্রতিরোধ। তিন বাউন্ডারিতে ৫৯ বলে ৩৮ রান করা ব্রডকে রাহুলের ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন জাদেজা।

অ্যান্ডারসন ক্রিজে আসার পর শট খেলতে শুরু করেন বাটলার। তাকে ফিরিয়ে ৩৩২ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দেন বাঁহাতি স্পিনার জাদেজা।

১৩৩ বলে খেলা বাটলারের ৮৯ রানের ইনিংসটি গড়া ৬ চার ও দুই ছক্কায়। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ১৯৮/৭) ১২২ ওভারে ৩৩২ (কুক ৭১, জেনিংস ২৩, মইন ৫০, রুট ০, বেয়ারস্টো ০, স্টোকস ১১, বাটলার ৮৯,কারান ০, রশিদ ১৫, ব্রড ৩৮, অ্যান্ডারসন ০*; বুমরাহ ৩/৮৩, ইশান্ত ৩/৬২, বিহারী ০/১, শামি ০/৭২, জাদেজা ৪/৭৯)

ভারত প্রথম ইনিংস: ৫১ ওভারে ১৭৪/৬ (রাহুল ৩৭, ধাওয়ান ৩, পুজারা ৩৭, কোহলি ৪৯, রাহানে ০, বিহারি ২৫*, পান্ত ৫, জাদেজা ৮*; অ্যান্ডারসন ২/২০, ব্রড ১/২৫, স্টোকস ২/৪৪, কারান ১/৪৬, মইন ০/২৯)