বাংলাদেশ দলের জার্সিতে ‘লাইফবয়’

বিসিবির চাওয়া ছিল শুধু এশিয়া কাপ কিংবা দীর্ঘমেয়াদী স্পন্সর। পাওয়া গেল দুটির মাঝামাঝি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর ইউনিলিভার। বহুজাতিক প্রতিষ্ঠানটির সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে ২০২০ সালের জানুয়ারী পর্যন্ত। বাংলাদেশ দলের জার্সিতে থাকবে এই প্রতিষ্ঠানের পণ্য লাইফবয়ের লোগো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2018, 12:24 PM
Updated : 6 Sept 2018, 12:24 PM

বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে দুপুরে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি। তার আগেই অবশ্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাইফবয়ের ছাপসহ জার্সি-ক্যাপ পরে এশিয়া কাপ পূর্ব সংবাদ সম্মেলন সেরে ফেলেছেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক।

বেশির ভাগ ক্রিকেট খেলুড়ে দেশে মূল স্পন্সরের সঙ্গে চুক্তির আর্থিক দিকগুলো প্রকাশ করা হলেও বিসিবি সেটি গোপন রাখছে বেশ কয়েক বছর ধরেই। এবারও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি স্পন্সরমূল্য। দরপত্র আহবান করে নাকি পারস্পরিক সমঝোতায় মিলেছে স্পন্সর, সেটিও জানানো হয়নি বিবৃতিতে।

আগের মতোই বাংলাদেশের ছেলে ও মেয়েদের জাতীয় দল, ছেলেদের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দল থাকবে ইউনিলিভারের এই চুক্তির আওতায়।