চ্যাম্পিয়ন হতে চাই, বললেন মিঠুনও

‘বিশ্বাস রাখতে হবে যেন চ্যাম্পিয়ন হতে পারি’-প্রস্তুতি শুরুর প্রথম দিন সতীর্থদের এই কথা বলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই মন্ত্র সতীর্থরা হৃদয়ে ধারণ করেছেন বেশ ভালোভাবেই। গত কয়েকদিনে দলের কয়েকজন ক্রিকেটার যেমন বলেছেন, সেই একই কথা শোনা গেল দলে ফেরা ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের কণ্ঠেও। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 09:12 AM
Updated : 2 Sept 2018, 09:12 AM

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু সাফল্য এলেও এখনও কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি বাংলাদেশ। গত তিন এশিয়া কাপের দুটিতে দল হেরেছে ফাইনালে। এবার এশিয়া কাপ দিয়েই ট্রফি খরা ঘোচাত হবে, দলকে সেই বিশ্বাসে উজ্জীবিত করছেন অধিনায়ক মাশরাফি।

সপ্তাহখানেক আগে ফিটনেস ট্রেনিং দিয়ে প্রস্তুতি শুরুর প্রথম দিনে পেসার আবু জায়েদ চৌধুরী বলেছিলেন, শিরোপায় চোখ রেখে টুর্নামেন্টে যাবে বাংলাদেশ। রোববার স্কিল ট্রেনিং শুরুর প্রথম দিনে একই আত্মবিশ্বাসের প্রতিধ্বনি মিঠুনের কণ্ঠে।

তবে লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ একটি দিকের কথা তুলে ধরেছেন দলে ফেরা এই ব্যাটসম্যান। সিনিয়রদের পাশাপাশি জ্বলে উঠতে হবে অন্যদের।

“আমি অবশ্যই আশাবাদী। কারণ অন্য ফরম্যাটে যেমনই হোক, ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালো। গত চার বছর ধরে বাংলাদেশ ভালো করছে। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা যারা জুনিয়ররা আছি, তারা যদি অবদান রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে।”

“আমাদের আসলে টুর্নামেন্টে মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রথম ধাপটি (গ্রুপ পর্ব) পার করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা যারা খেলব, তারা যদি অবদান রাখতে পারি, আমার মনে হয় খুব সহজেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারব।”

গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।