মাহমুদউল্লাহ-গেইলদের আরেকটি হার

৯ নম্বরে ব্যাটিংয়ে নামানো হলো মাহমুদউল্লাহকে। করার ছিল তখন সামান্যই। দলের হারও নিশ্চিত। এর আগে বল হাতেও খুব বেশি কিছু করতে পারেননি তিনি। ওপেনিংয়ে ঝড় তুলতে পারেননি ক্রিস গেইল। সেন্ট কিটসের ভাগ্যে জুটল আরও একটি পরাজয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2018, 04:48 AM
Updated : 2 Sept 2018, 04:48 AM

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শনিবার ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৪৬ রানে হেরেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ৮ ম্যাচে চতুর্থ হারে সেন্ট কিটস নেমে গেছে পয়েন্ট টেবিলের চারে।

১৯তম ওভারের মাঝামাঝি ব্যাটিংয়ে নামা মাহমুদউল্লাহ ৩ বল খেলে অপরাজিত ছিলেন ২ রানে। ম্যাচের প্রথম ভাগে ২ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সেন্ট কিটসে ত্রিনবাগো ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১৯৯ রান। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারালেও দলকে টানেন কলিন মানরো ও ব্রেন্ডন ম্যাককালাম।

তিনে নেমে মানরো অপরাজিত ছিলেন ৫০ বলে ৭৬ করে। ম্যাককালাম ৩৫ করেন ৩৩ বলে।

শেষ দিকে ঝড় তোলেন ব্রাভো ভাইরা। ২ ছক্কায় ৮ বলে ১৮ করেন ড্যারেন ব্রাভো। ডোয়াইন ব্রাভো ছিলেন আরও খুনে মেজাজে। ৩৭ করেন কেবল ১১ বলেই। ১৯তম ওভারে ফাস্ট বোলার আলজারি জোসেফকে ছক্কা মেরেছেন টানা পাঁচ বলে!

এই দুজনের ঝড়ে শেষ ৫ ওভারে ত্রিনবাগো তোলে ৮৭ রান। শেষ দুই ওভারেই আসে ৪৮ রান।

সেন্ট কিটস রান তাড়ায় বড় ধাক্কা খায় শুরুতে গেইলকে হারিয়ে। ১২ বলে ৯ রান করেন বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার এভিন লুইস ৫ ছক্কায় করেন ৩৭ বলে ৫২। তবে সুবিধা করতে পারেননি আর কেউ।

২২ বলে ২৩ রান করেন অ্যান্টন ডেভচিচ, ১৮ বলে ২১ কার্লোস ব্র্যাথওয়েট। মাহমুদউল্লাহকে বিস্ময়করভাবে নামানো হয় লোয়ার অর্ডারে।

সেভাবে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি সেন্ট কিটস। ২০ ওভারে থমকে যায় তারা ১৫৩ রানে।