এশিয়া কাপের ভারত দলে নেই কোহলি

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। অধিনায়কের দায়িত্ব পালন করবেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2018, 10:12 AM
Updated : 1 Sept 2018, 01:34 PM

বর্তমানে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডে থাকা ভারতের সফর শেষ হবে ১১ সেপ্টেম্বর। তার চারদিন পর পর্দা উঠবে এশিয়া কাপের। টুর্নামেন্টটির ফাইনালের পর এক সপ্তাহ না যেতেই ৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ শেষে আছে অস্ট্রেলিয়া সফর। এমন ব্যস্ত সূচির কারণেই নিয়মিত অধিনায়ক কোহলিকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।

কোহলি বাদে পুরো শক্তির দল নিয়েই এশিয়া কাপে যাচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনিরা আছেন স্কোয়াডে। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজে না থাকা অম্বাতি রাইডু, মনিশ পান্ডে ও কেদার যাদব দলে ফিরেছেন। চোটের কারণে ওই সিরিজে না খেলা জাসপ্রিত বুমরাহও ফিরেছেন।

ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ পেসার খলিল আহমেদ। ভারত এ দলের হয়ে নিজের শেষ নয়টি সীমিত ওভারের ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন ২০ বছরের এই তরুণ। দলে বাঁ-হাতি পেসারের বৈচিত্র্য আনতে নির্বাচকদের পছন্দের তালিকায় ছিলেন খলিল।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, অম্বাতি রাইড়ু, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ।