২৯ বলে শূন্য করে রেকর্ড বইয়ে পান্ত

মাত্র কদিন আগেই টেস্ট অভিষেকে দ্বিতীয় বলেই ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন রিশাভ পান্ত। তরুণ ভারতীয় কিপার ব্যাটসম্যান এবার দেখলেন মুদ্রার উল্টো পিঠ। রান করতে পারেননি ২৯ বল খেলেও। আউট হয়ে নাম লিখিয়েছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2018, 04:16 PM
Updated : 31 August 2018, 06:17 PM

ইংল্যান্ডের বিপক্ষে সাউথ্যাম্পটন টেস্টের দ্বিতীয় দিনে পান্ত আউট হয়েছেন ২৯ বলে শূন্য রান করে। ছুঁয়েছেন ভারতের হয়ে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রান করার রেকর্ড।

এর আগে ২৯ বলে শূন্য রানে আউট হয়েছিলেন আরও দুই ভারতীয়। পান্তের মতো সেই দুজনও ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। এবার পান্ত আউট হয়েছেন অফ স্পিনার মইন আলির বলে, আগের দুজনও ছিলেন অফ স্পিনারের শিকার।

২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে এই তেতো স্বাদ পেয়েছিলেন ইরফান পাঠান। ২৯ বলে শূন্য করে আউট হয়েছিলেন আরশাদ খানের বলে। ২০১১ সালে একই স্বাদ পান সুরেশ রায়না, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওভালে ২৯ বলে শূন্য করে স্টাম্পড হয়েছিলেন গ্রায়েম সোয়ানের বলে।

ভারতীয়রা অবশ্য বিশ্ব রেকর্ডের ধারে কাছেও নেই। রেকর্ডটি একরকম সবার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে গেছেন জেফ অ্যালট। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অকল্যান্ড টেস্টে নিউ জিল্যান্ডের এই বাঁহাতি পেসার ১১ নম্বরে নেমে ১০১ মিনিট উইকেটে থেকে শূন্য করেছিলেন ৭৭ বল খেলে!

বল খেলার ফিফটি করেও রান করতে না পারা ব্যাটসম্যান আছেন আরও তিন জন। তিন জনই ইংল্যান্ডের।

২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলি টেস্টে ৫৫ বলে শূন্য করেছিলেন জিমি অ্যান্ডারসন। ১৯৮৪ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ৫২ বলে শূন্য করেছিলেন রিচার্ড এলিসন। ১৯৯৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে পিটার সাচ ফিরেছিলেন ৫১ বলে শূন্য করে।

পান্ত-রায়নাদের মতো বাংলাদেশের হয়েও ২৯ বলে শূন্য রানে আউট হয়েছিলেন একজন। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে এই অভিজ্ঞতা হয়েছিল রাজিন সালেহর। তবে বাংলাদেশের হয়ে রেকর্ডে রাজিনের ওপরে আছেন আরও একজন। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঞ্জুরুল ইসলাম শূন্য করেছিলেন ৪১ বলে!