ভারত টেস্ট দলে পৃথ্বী শ, হনুমা বিহারি

ইংল্যান্ড সফরে শেষ দুটি টেস্টের ভারত দলে ডাক পেয়েছেন দুই ব্যাটসম্যান পৃথ্বী শ ও হনুমা বিহারি। বাদ পড়েছেন ওপেনার মুরালি বিজয় ও রিস্ট স্পিনার কুলদীপ যাদব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 10:20 AM
Updated : 23 August 2018, 10:23 AM

গত ফেব্রুয়ারিতে শয়ের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জেতে ভারত। ১৮ বছর বয়সী ওপেনার ভালো করেছেন ভারত ‘এ’ দলের হয়েও। গত বছর মুম্বাইয়ের হয়ে অভিষেকের পর থেকে ১৪ ম্যাচে করেছেন সাতটি সেঞ্চুরি।

ছবি: বিসিসিআই

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পেয়েছেন বিহারি। ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৯.৭৯ গড়ে ৫ হাজার ১৪২ রান করা ২৪ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরি ১৫টি।

লর্ডস টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে ফেরা বিজয় বাদ পড়েন তৃতীয় টেস্টের একাদশ থেকে। সবশেষ ১১ ইনিংসের ছয়টিতে দুই অঙ্কে যেতে না পারা ৩৪ বছর বয়সী ওপেনার এবার জায়গা হারালেন টেস্ট দলে।

চোটের জন্য প্রথম তিন টেস্টের দলে না থাকা ভুবনেশ্বর কুমার নেই শেষ দুই টেস্টের দলেও।

পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ৩০ অগাস্ট শুরু হবে চতুর্থ টেস্ট। পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৭ সেপ্টেম্বর।

টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রিশাব পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, করুন নায়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হনুমা বিহারি।