ট্রেন্ট ব্রিজে ভারতের বড় জয়

আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় নেয়নি ভারত। মাত্র ১৭ বলের মধ্যে তুলে নিয়েছে ইংলিশদের শেষ উইকেট। তিন বিভাগেই নিজেদের মেলে ধরে ট্রেন্ট ব্রিজ টেস্টে বড় জয় পেয়েছে বিরাট কোহলির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 02:01 PM
Updated : 22 August 2018, 02:05 PM

দ্বিতীয় ইনিংসে ৩১৭ রানে ইংল্যান্ডকে থামিয়ে দেওয়া ভারত জিতেছে ২০৩ রানে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটিতে হারা অতিথিরা ব্যবধান কমিয়ে এনেছে ২-১ এ।

৯ উইকেটে ৩১১ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে ইংল্যান্ড। ম্যাচ পঞ্চম দিনে নিয়ে আসা স্বাগতিকদের দশম উইকেট জুটি এই দিন বিচ্ছিন্ন হয় ৬ রান যোগ করে।

দিনের তৃতীয় ওভারে জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেন্ট ব্রিজ টেস্টে এটাই ভারতীয় অফ স্পিনারের প্রথম উইকেট। ৩৩ রানে অপরাজিত থাকেন আদিল রশিদ।

এই জয়ে সিরিজে ব্যবধান কমাল ভারত। দেশটির সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৭) সঙ্গে ব্যবধান কমালেন কোহলি। ২১ জয় পাওয়া সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে এলেন তিনি।

আগামী ৩০ অগাস্ট রোজ বৌলে শুরু হবে চতুর্থ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩২৯

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৬১

ভারত ২য় ইনিংস: ৩৫২/৭ ডিক্লে.

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫২১) ১০৪.৫ ওভারে ৩১৭ (কুক ১৭, জেনিংস ১৩, রুট ১৩, পোপ ১৬, স্টোকস ৬২, বাটলার ১০৬, বেয়ারস্টো ০, ওকস ৪, রশিদ ৩৩*, ব্রড ২০, অ্যান্ডারসন ১১; বুমরাহ ৫/৮৫, ইশান্ত ২/৭০, অশ্বিন ১/৪৪, শামি ১/৭৮, পান্ডিয়া ১/২২)

ফল: ভারত ২০৩ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি