মিঠুনের ব্যাটে টি-টোয়েন্টি সিরিজ জিতল ‘এ’ দল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018 01:53 AM BdST Updated: 18 Aug 2018 01:53 AM BdST
-
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড
-
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড
-
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড
শুরু আর শেষে দারুণ বোলিং করলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তবে উইলিয়াম পোর্টারফিল্ড ও সিমি সিংয়ের দুই ফিফটিতে বড় সংগ্রহ পেল আয়ারল্যান্ড উলভস। মোহাম্মদ মিঠুনের বিস্ফোরক ব্যাটিংয়ে সেই রান সহজেই পেরিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে সৌম্য সরকারের দল। ২-১ ব্যবধানে ঘরে তুলেছে সিরিজ।
বৃষ্টির বাধায় শুক্রবার ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। পোর্টারফিল্ড ও সিমির শতরানের জুটির ওপর ভর করে ৫ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে আইরিশরা। সৌম্যর সঙ্গে মিঠুনের দারুণ উদ্বোধনীর সৌজন্যে ৭ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল।
সিরিজ নির্ধারণী ম্যাচে সৌম্যর সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে ম্যাচের ভাগ্য গড়ে দেন কিপার ব্যাটসম্যান মিঠুন। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ৮ ওভারেই একশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
মাত্র ২৩ বলে পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যান মিঠুন। তাকে দারুণ সঙ্গ দেওয়া সৌম্য খেলেন ৪৭ রানের ইনিংস। একাদশ ওভারে অধিনায়কের বিদায়ে ভাঙে ১১৭ রানের উদ্বোধনী জুটি।

ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড
এর আগে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ‘এ’ দলকে চাপে ফেলেন সাইফ। তার দারুণ বোলিংয়ে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। স্টুয়ার্ট টম্পসন ও অ্যান্ড বালবার্নিকে বোল্ড করে দেন সাইফ। গ্যারেথ ডেলানিকে বোল্ড করেন শরিফুল ইসলাম।
এরপরই নিজেদের সেরা জুটি পেয়ে যায় আইরিশরা। চতুর্থ উইকেটে ১১১ রান যোগ করেন পোর্টারফিল্ড ও সিমি। দ্বিতীয় স্পেলে ফিরে ৭৮ রান করা পোর্টারফিল্ডকে বিদায় করেন সাইফ। অপরাজিত ৬৭ রানের চমৎকার ইনিংসে দলকে দুইশ রানের কাছে নিয়ে যান সিমি।

ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড উলভস: ১৮ ওভারে ১৮৩/৫ (টম্পসন ১২, গ্যারেথ ডেলানি ৯, পোর্টারফিল্ড ৭৮, বালবার্নি ১, সিমি ৬৭, শেন ৫, টাকার ০*; খালেদ ০/৩৭, সাইফ ৪/২৮, শরিফুল ১/৪১, সৌম্য ০/৪০, তাইজুল ০/৩০)
বাংলাদেশ ‘এ’ দল: ১৬.৫ ওভারে ১৮৭/৪ (মিঠুন ৮০, সৌম্য ৪৭, শান্ত ৬, জাকির ১৩, আল আমিন জুনিয়র ২১*, মুমিনুল ১১*; সিমি ০/৪৩, চেইস ০/২৭, ডেভিড ডেলানি ০/১৪, লিটল ১/৫০, ডাকরেল ০/১৪, শেন ৩/৩৬)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ ‘এ’।
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী