মাহমুদউল্লাহ-গেইলদের আরেকটি হার

অ্যাডাম জ্যাম্পার টানা দুই বলে ছক্কা ও চার। এই লেগ স্পিনারের গুগলিতেই বোল্ড। সম্ভাবনা জাগিয়েও মাহমুদউল্লাহ পারলেন না বড় ইনিংস খেলতে। ঝড় তুলতে পারলেন না ক্রিস গেইলও। হারল তাদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 04:34 AM
Updated : 16 August 2018, 04:34 AM

মাহমুদউল্লাহ করেন ১৫ বলে ২২ রান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াহসের কাছে ৪৭ রানে হারে সেন্ট কিটস। তৃতীয় ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।

বুধবার ঘরের মাঠে ২০ ওভারে জ্যামাইকা তুলেছিল ৪ উইকেটে ১৭৮ রান। ২৪ বলে ৪৯ রান করেন ওপেনার কেনার লুইস। আরেক ওপেনার নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস করেন ৩৮ বলে ৪১। নিউ জিল্যান্ডেরই রস টেইলর অপরাজিত থাকেন ৩৫ বলে ৫১ রানে।

রান তাড়ায় সেন্ট কিটস শুরু থেকেই উইকেট হারিয়েছেন নিয়মিত। ১০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ছিটকে পড়ে তারা লড়াই থেকে।

৩ ছক্কা মারলেও অধিনায়ক গেইলের ২৪ রান করতে লাগে ২৫ বল। ছয়ে নেমে মাহমুদউল্লাহ পাল্টা আক্রমণ শুরু করেছিলেন। জ্যাম্পাকে টানা দুই বলে চার ও ছয়ের পর দারুণ শটে চার মারেন ইমাদ ওয়াসিমকে। কিন্তু বোল্ড হয়ে যান জ্যাম্পাকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে।

এই দুইজন ছাড়া ২০ রান ছুঁতে পারেননি আর কেউ। সেন্ট কিটস থমকে যায় ১৩১ রানে।