সৌম্যর ব্যাটে আইরিশদের হারাল ‘এ’ দল

মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা থাকলো হাতের নাগালে। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেললো বাংলাদেশ ‘এ’ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 06:35 PM
Updated : 13 August 2018, 06:35 PM

প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড উলভসকে ৪ উইকেটে হারিয়েছে সৌম্যরা। স্বাগতিকদের ১৫২ রান ১২ বল বাকি থাকতে পেরিয়ে যায় অতিথিরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন সৌম্য। ছন্দ হারিয়ে ফেলা বাঁহাতি ব্যাটসম্যান তিন ইনিংসে সব মিলিয়ে করেন ১৯ রান।

‘এ’ দলের হয়ে ছন্দে ফেরার আভাস মিলেছে সৌম্যর ব্যাটিংয়ে। অধিনায়ক দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। দারুণ সঙ্গ পেয়েছেন শান্তর কাছ থেকে।

রান তাড়ায় প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান জাকির হাসান। তবে তার বিদায়ের কোনো প্রভাব দলের ওপর পড়তে দেন শান্ত-সৌম্য।

শুরু থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হন শান্ত। তার একের পর এক বাউন্ডারিতে দ্রুত এগোয় বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটিতে শান্তর অবদান ২৩ বলে ৭ চারে ৩৮।

শান্ত যখন ঝড় তোলেন অন্য প্রান্তে তখন নীরব সঙ্গী সৌম্য। শুরুতে একটু সময় নেওয়া বাঁহাতি ওপেনার ডানা মেলেন শান্তর বিদায়ের পর। ৪১ বলে ৫ চার ও তিন ছক্কায় ৫৭ রান করে সৌম্য ফিরে যাওয়ার সময় ম্যাচ অনেকটাই অতিথিদের মুঠোয়।

ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

দুই অঙ্ক ছুঁতে পারেননি মোহাম্মদ মিঠুন ও আল আমিন জুনিয়র। তবে আফিফের বিস্ফোরক ব্যাটিংয়ে বাকিটা সহজেই সারে বাংলাদেশ। জয়কে সঙ্গী করে ফেরা আফিফ ২১ বলে চারটি চার আর একটি ছক্কায় করেন ৩৫ রান।

এর আগে সোমবার ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে আইরিশরা। ৩৪ রানের উদ্বোধনী জুটির পরও ৫২ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।

সেখান থেকে দলকে দেড়শ রানে নিয়ে যাওয়ায় বড় অবদান সিমি সিং ও কেভিন ও’ব্রায়েনের। সিমি ৩৭ বলে করেন ৪১। ও’ব্রায়েন ১২ বলে খেলেন ২১ রানের ঝড়ো ইনিংস।

আঁটসাঁট বোলিংয়ে ২১ রানে ২ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ। শরিফুল ২ উইকেট নেন ৩১ রানে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ২ উইকেট নেন ৩৫ রানে।  

আগামী বুধবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড উলভস: ২০ ওভারে ১৫২ (টমসন ২৮, পোর্টারফিল্ডার ১৪, বালবার্নি ৯, ম্যাকব্রাইন ১৫, সিমি ৪১, ও’ব্রায়েন ২১, টাকার ১১, ডকরেল ৬, কেন ২, ম্যাককার্থি ১*, চেইস ০; হাসান ১/৩১, আফিফ ১/১৬, শরিফুল ২/৩১, তাইজুল ২/৩৫, সাইফ ২/২১, সৌম্য ১/১৭)

বাংলাদেশ এ: ওভারে ১৮ ওভারে ১৫৫/৬ (জাকির ০, সৌম্য ৫৭, শান্ত ৩৮, মিঠুন ৮, আল আমিন জুনিয়র ৫, আফিফ ৩৫*, মিজানুর ২, সাইফ ৪*; ম্যাকব্রাইন ৩/২৩, কেন ০/২৮, সিমি ০/১২, চেইস ২/২৯ ডকরেল ০/২৯, ম্যাককার্থি ০/৩৪)

ফল: বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে জয়ী