চোটের বৃত্তে তাসকিন

পিঠের চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। সেই চোট কাটিয়ে ফেরার পথে অনুশীলনে ফেটে গিয়েছিল হাত। দুই চোটই কাটিয়ে যখন দীর্ঘদিন পর ফিরলেন মাঠে, প্রথম ম্যাচেই আবার চোট! সেই চোট নিয়েই বাংলাদেশ ‘এ’ দলের আয়ারল্যান্ড সফর থেকে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2018, 01:07 PM
Updated : 12 August 2018, 01:07 PM

আয়ারল্যান্ড সফরে চতুর্থ আনঅফিসিয়াল ওয়ানডেতে গত বুধবার মাঠে নেমেছিলেন তাসকিন। চোটের কারণে চার মাস বাইরে থাকার পর সেটি ছিল তার প্রথম ম্যাচ। সেদিন ৫ ওভার বোলিং করার পর ফিল্ডিংয়ে চোট পান হাতে। তালুতে পড়েছে দুটি সেলাই।

হাতের ওই তালুতেই কিছুদিন আগে তার লেগেছিল সাতটি সেলাই। তখন পিঠের চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে ছিলেন। হাত ফেটে যাওয়ায় কিছুটা দীর্ঘ হয়েছিল ফেরা। পিঠের ব্যথার কারণে ঢাকা প্রিমিয়ার লিগে গত ২ এপ্রিলের ম্যাচের পর ছিটকে যান বাইরে।

পিঠের সমস্যা এবার আয়ারল্যান্ড সফরে যাওয়ার পরও মাথাচাড়া দিয়েছিল। তবে আসল আততায়ী হয়ে এলো হাতের চোট। চোটের এই চক্করে পড়ে অসহায় শোনাল তাসকিনের কণ্ঠ।

“আমার পিঠে বড় ইনজুরি ছিল। এর মধ্যেই অনুশীলনে হাত ফেটে গিয়েছিল। হাত শুকিয়ে আয়ারল্যান্ডে যাওয়ার পর আবার পিঠের ইনজুরি সমস্যা করছিল। ব্যথা সেরে ফিটনেস টেস্ট দিয়ে চার নম্বর ম্যাচটা খেলতে পেরেছিলাম। কিন্তু থার্ডম্যানে ফিল্ডিং করার সময় হাত আবার ফেটে যায়।”

“তখন হাতে সাতটা সেলাই লেগেছিল। এবার লেগেছে দুটি। একই জায়গায় আবার ফেটে গেল। আমার দুর্ভাগ্যই বলা যায়। কয়েক মাস পর খেলতে নামলাম, আবার ইনজুরিতে পড়তে হলো।”

এবারের চোট অবশ্য গুরুতর নয়। তাসকিন ফিরতে পারবেন দুই সপ্তাহেই।

“সামনে অনেক খেলা আছে। হাত যদি ঠিক হয় তো সুযোগের অপেক্ষায় থাকব। সত্যি বলতে, ভালো ছন্দে ছিলাম। বোলিং কোচ চম্পকা অনেক সন্তুষ্ট ছিলেন আমার বোলিংয়ে। নিজেও খুশি ছিলাম। কিন্তু ইনজুরি হয়ে গেল, কিছু করার নেই। ৫-৭ দিনের মধ্যেই সেলাই খোলার কথা। সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে ফিরতে পারব।”